ঢাকা: ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে যে সমঝোতা হয়েছে তা বাস্তবায়িত হলে ইসরাইলের অস্তিত্ব বিপন্ন হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।
চুক্তি নিয়ে সমঝোতার পর শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে টেলিফোন করে নেতানিয়াহু তার এ উদ্বেগের কথা জানিয়েছেন।
এক টুইটার বার্তায় ইসরাইল সরকারের মুখপাত্র মার্ক রেজেভ জানান, নেতানিয়াহু ওবামাকে বলেছেন, এই কাঠামোর ওপর চুক্তি প্রতিষ্ঠিত হলে ইসরাইলের অস্তিত্ব হুমকির মুখে পড়বে।
নেতানিয়াহু বলেন, যে চুক্তি হচ্ছে তাতে ইরানের পরমাণু বোমা তৈরি ঠেকানোর কোনো কথা নেই। বরং এটা আরো সহজ হবে।
এতে ‘পরমাণুর বিস্তার এবং ভয়াবহ যুদ্ধের ঝুঁকি’ তৈরি হবে বলে বলেও আশঙ্কা প্রকাশ করেন নেতানিয়াহু।
হোয়াইট হাউজ জানিয়েছে, ওয়ার ফোর্স ওয়ান থেকে টেলিফিানে নেতানিয়াহুকে ওবামা বলেন, এটা একটা ‘তাৎপর্যপূর্ণ অগ্রগতি’। এর ফলে স্থায়ী ও ব্যাপকভিত্তিক সমাধান হবে এবং ইরানের বোমা তৈরির পথ বন্ধ হয়ে যাবে।
প্রসঙ্গত, পরমাণু কর্মসূচি নিয়ে ইরান ও নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য ও জার্মানি বৃহস্পতিবার একটি খসড়া সমঝোতা চুক্তিতে পৌঁছেছে। দীর্ঘ আলোচনার পর সুইজারল্যান্ডে এই সমঝোতা হয়। এই চুক্তির আওতায় ইরান তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কমিয়ে আনবে। বিনিময়ে দেশটির ওপর থেকে আন্তর্জাতিক বিভিন্ন নিষেধাজ্ঞা পর্যায়ক্রমে তুলে নেয়া হবে। ইসরাইল বরাবরই ইরানের সঙ্গে পশ্চিমা জোটের চুক্তির বিরোধিতা করে আসছে।