ঢাকা: আঁখি আর লতিফা। ফুলের মতো নিষ্পাপ ফুটফুটে দুই শিশু। এক সঙ্গে পড়তে যাওয়া, ক্লাসে পাশাপাশি বসা নিত্যদিনের কাজ। সারাক্ষণ দুষ্টুমী তো লেগেই আছে। পাখির মতো সারাদিন শুধুই কিচির মিচির। দেখলেই আদর দিতে ইচ্ছে করে। ওদের মুখের দিকে তাকালে বড় মায়া হয়।
কিন্তু কি আশ্চর্য, সেই দুটি নিষ্পাপ শিশুর চঞ্চলতা চিরদিনের মতো থেমে গেছে। না, কোনো দুর্ঘটনা বা স্বাভাবিক কোনো মৃত্যুও নয়। কিছু মানুষরূপী দানব ওদের ওপর চালিয়েছে বর্বর নির্যাতন।
স্কুলে যাওয়ার পথে আঁখি আর লতিফাকে অপহরণ করে দানবরা। সেই নরপিচাশরা দুই নিষ্পাপ শিশুর বুকের বাম পাশ থেকে শুরু করে নিম্নাঙ্গ পর্যন্ত বরাবর চিরে ফেলে। এরপর শরীরের ভেতরের বিভিন্ন প্রত্যঙ্গ তুলে ফেলে। তুলে নেয়া হয় চোখ আর কিডনিও। এরপর ফেলে রেখে যায় ভুট্টাক্ষেতে।
গত ১ এপ্রিল চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের দোভাগী এলাকার ভুট্টাক্ষেত থেকে দুই শিশুর বিকৃত মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
ওরা শিবগঞ্জের বাবুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী। আঁখি দুর্গম পাকা ইউনিয়নের চরকানছিকা গ্রামের আশরাফুল আলমের মেয়ে আর লতিফা একই গ্রামের আব্দুল লতিফের মেয়ে। গত ২৮ মার্চ বিদ্যালয়ে যাওয়ার পর থেকে নিখোঁজ ছিল।
এদিকে দুই শিশু ছাত্রীকে অপহরণের পর শরীরের অঙ্গপ্রত্যঙ্গ কেটে নেয়া ও হত্যার ঘটনায় গোটা উপজেলায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। জেলায় প্রথমবারের মতো শিশুদের অপহরণের পর অঙ্গপ্রত্যঙ্গ খুলের নেয়ার ঘটনায় ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকরা। অনেকেই বলছেন, এটা কোনো মানুষের কাজ নয়। নরপশু ছাড়া এমন ঘটনা কেউ ঘটায় না।
স্থানীয় সূত্রমতে, দুই শিশুর ওপর নৃশংসতার ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর থেকে শিবগঞ্জ উপজেলার বিদ্যালয়গুলোতে শিশু শিক্ষার্থীদের উপস্থিতির হার কমে গেছে। ঘটনায় জড়িত সংঘবদ্ধ চক্রকে দ্রুত চিহ্নিত করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি উঠেছে এলাকায়।
এদিকে, দুই শিশু ছাত্রীকে অপহরণ ও হত্যায় ঘটনায় গত ২ এপ্রিল ১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ১৫ জনকে আসামি করে শিবগঞ্জ থানায় মামলা করেছেন লতিফার বাবা আব্দুল লতিফ।
পরে পুলিশ অভিযান চালিয়ে মামলার এজাহারভূক্ত আসামি উপজেলার দুর্লভপুর ইউনিয়নের দোভাগী গ্রামের মো. আরিফ হোসেনের স্ত্রী মেসনারা বেগম (৩০) ও একই গ্রামের আনারুল আলমের স্ত্রী আক্তারা বেগমকে (২৫) গ্রেপ্তার করেছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান