সিলেট এমএজি ওসমানী বিমানবন্দরে চালু হলো আন্তর্জাতিক ফ্লাইট। আজ বুধবার ‘ফ্লাই দুবাই’ এর একটি বিমান অবতরণের মধ্য দিয়ে চালু হলো আন্তর্জাতিক ফ্লাইটের এই কার্যক্রম।
বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ উদ্দিন আহমদ জানান, প্রথম দিনে ১৩ জন যাত্রী নিয়ে ফ্লাইটটি ওসমানী বিমানবন্দরে অবতরণ করে। পরে বিমানবন্দরে রিফুয়েলারি সিস্টেমের মাধ্যমে জ্বালানি সংগ্রহের মাধ্যমে বেলা ৬টা ৩০ মিনিটে এটি ফিরতি ফ্লাইট হিসেবে যাত্রা করে। ফিরতি ফ্লাইটের যাত্রী ছিল ১৬০ জন।
১৯৯৮ সালে ওসমানী বিমাবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে ঘোষণা করা হয়। এ ঘোষণার পর এখান থেকে কয়েকটি ফ্লাইটও অপারেট হয়। কিন্তু রিফুয়েলিং ব্যবস্থা না থাকায় গত ১৭ বছর ওসমানী থেকে সরাসরি আন্তর্জাতিক ফ্লাইট চালু করা যাচ্ছিল না। ২০১২ সালে ওসমানী বিমানবন্দরে রিফুয়েলিং স্টেশন নির্মাণের কাজ শুরু হয়। রিফুয়েলিং স্টেশন নির্মাণের তিন বছর পর এখান থেকে চালু হল আন্তর্জাতিক ফ্লাইট।
শিরোনাম :
সিলেট ওসমানী বিমানবন্দরে চালু হলো আন্তর্জাতিক ফ্লাইট
- বাংলার খবর ডেস্ক :
- আপডেট টাইম : ০৫:০৬:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০১৫
- ১৫৫৫ বার
Tag :
জনপ্রিয় সংবাদ