বাংলার খবর২৪.কম,গাইবান্ধা : গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় রংপুর-ঢাকা মহাসড়কে রাইগ্রাম এলাকায় শুক্রবার বিকাল ৫ টার দিকে দ্রতগামী একটি ট্রাকের নিচে চাপা পড়ে অজ্ঞাত পরিচয় এক মহিলা (৪৭) নিহত হয়েছেন। পুলিশ চালকসহ ট্রাকটিকে আটক করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়ক পারাপারের সময় রংপুরগামী ওই ট্রাকটি তাকে চাপা দেয়। ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সুন্দরগঞ্জে বাল্য বিয়ের অপরাধে ২ জনের জেল
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সোনারায় ইউনিয়নের পূর্ব শিবরাম গ্রামে বাল্য বিয়ে দেওয়ার অপরাধে বৃহস্পতিবার রাতে দুই ব্যক্তিকে ১৫ দিন করে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আবু রাফা মোহাম্মদ আরিফ ওই রায় দেন।
থানা সূত্রে জানা গেছে, নির্বাহী ম্যাজিস্ট্রেট পুলিশসহ বুধবার রাতে ওই গ্রামের দছিজল হকের শিশু মেয়ে দিলরুবা আক্তারের বিয়ে বন্ধ করে দিয়ে আসেন। কিন্তু ম্যাজিস্ট্রেট চলে যাবার পর বৃহস্পতিবার রাতে মেয়েটির বাবা রামজীবন গ্রামের সবুজ মিয়ার সাথে মেয়ের বিয়ে সম্পন্ন করেন। স্থানীয়রা বিষয়টি নির্বাহী ম্যাজিস্ট্রেটকে অবহিত করলে তিনি পুলিশসহ বরের বাড়িতে অভিযান চালিয়ে বিয়ের আসরের মুল হোতা কনের খালু আব্দুর রশিদ ও ছকু মিয়াকে আটক করেন। সেখানে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদেরকে ওই কারাদন্ড দেওয়া হয়।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান