ভোলা থেকে : ভোলার মনপুরার ঢালচরের মেঘনায় দুর্ঘটনার কবলে পড়া ফিসিং বোটের ২৪ জেলেকে অক্ষত অবস্থায় শুক্রবার দুপুর ১২টায় নিঝুম দ্বীপ থেকে উদ্ধার করেছে হাতিয়া কোস্ট গার্ড।
কক্সবাজারের কুতুবদিয়ার ”এফ বি আল্লাহ মালিক” নামের এ ফিসিং বোটটি বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় প্রচন্ড ঝড়ের কবলে পড়ে উল্টে গেলে ২৪ জেলে নিখোঁজ হয়।
কোস্ট গার্ড ভোলা দক্ষিণ জোনের জোনাল কমান্ডার কাওসার আলম হাতিয়া কোস্ট গার্ডের পেটি অফিসার ইকবাল হোসেনের বরাত দিয়ে জানান, হাতিয়া কোস্ট গার্ডের একটি টিম ইতোমধ্যে ফিসিং বোটের নিখোঁজ ২৪ জেলেকে উদ্ধার করতে সক্ষম হয়েছে। এই টিমের নেতৃত্বে থাকা মো: হানিফ জানান, তার সাথে সঙ্গীয় কোস্ট গার্ড সদস্যরা হাতিয়ার নিঝুম দ্বীপে পৌঁছে নিখোঁজ জেলেদের উদ্ধার করেছেন। উদ্ধার হওয়া জেলেরা দুর্ঘটনার পর থেকে এ রিপোর্ট লেখা পর্যন্ত অভুক্ত অবস্থায় ভাসমান থাকায় অসুস্থ্য হয়ে পড়েছে। এদেরকে নিঝুম দ্বীপে চিকিৎসা দেয়া হচ্ছে। সুস্থ্য হয়ে উঠলে তাদের পরিচয় জানা যাবে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান