কুড়িগ্রাম: জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে কুড়িগ্রামের রাজিবপুরে এক সংঘর্ষে উভয় গ্রুপের কমপক্ষে ১০ জন আহত হয়েছে। আহতদের ৪ জনকে রাজিবপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার সকালে এ ঘটনা ঘটে।
এলাকাবাসীরা জানায়, উপজেলার মেম্বর পাড়া গ্রামের বাহাদুর ও তার ভগ্নিপতি সয়েন উদ্দিনের মধ্যে জমি-জমা সংক্রান্ত বিরোধ চলছিল। শুক্রবার সকাল ৭টার দিকে সয়েন উদ্দিন বাহাদুরের বাড়িতে সুপারি গাছ থেকে সুপারি পাড়তে যায়। এতে বাহাদুর বাধা দিলে সয়েন উদ্দিন ও তার লোকজন লাঠি সোঠা দিয়ে প্রথমে বাহাদুরকে (৬০) মারপিট করে।
তার ছোট ভাই আব্দুস সামাদ (৫২) এগিয়ে গেলে তাকেও মারপিট করে জখম করে।
এসময় দুপক্ষের সংঘর্ষে আরও ৮জন আহত হয়।
এরপর স্থানীয়রা বাহাদুরের স্ত্রী রাশেদা (৫০) ও তার পুত্র এনামুল (২০)সহ ৪জনকে রাজিবপুর হাসপাতালে ভর্তি করে। আহতদের মধ্যে বাহাদুর ও সামাদের অবস্থা আশঙ্কাজনক।