চাঁদপুর: জেলার শাহরাস্তি উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সাত্তারের মারধরে আহত তার বাবা আব্দুল মতিন (৮১) মারা গেছেন বলে অভিযোগ ওঠেছে। উপজেলার ঠাকুরবাজারের শাহরাস্তি টাওয়ার জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে তার মৃত্যু হয়।
মৃতের আরেক ছেলে মাহবুবু আলম জানান, ২৮ মার্চ দুপুরে তার ভাই ইউপি চেয়ারম্যান আবদুস সাত্তার স্থানীয় এক যুবককে মারধর করছিলেন। এ সময় তার বাবা (আব্দুল মতিন) সাত্তারকে নিষেধ করলে তাকেও মারধর করেন এই ইউপি চেয়ারম্যান। আহতাবস্থায় শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে ভর্তি করা হয়।
গত ২৯ মার্চ বিকেল ৩টায় তাকে হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার তাকে শাহরাস্তি টাওয়ার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তার মৃত্যু হয়। শুক্রবার সকাল ১১টায় জানাজা শেষে পরিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
এ ব্যাপারে শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হোসেন মামুন বলেন, ‘চেয়ারম্যানের মারধরে তার বাবা মারা গেছেন বলে জেনেছি। তবে এখনও তার পরিবারের পক্ষে থেকে কেউ অভিযোগ করেনি।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান