ঢাকা : জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ দেশের বেসরকারি কলেজের অনার্স-মাস্টার্সের শিক্ষকদের এমপিওভুক্ত ও জাতীয়করণের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক পরিষদ।
শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে সংগঠনের পক্ষ থেকে এই দাবি জানানো হয়।
মানববন্ধনে বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক পরিষদের সভাপতি কাজী ফারুক বলেন, বেসরকারি কলেজের অনার্স-মাস্টার্সের শিক্ষকদের এমপিওভুক্ত করতে হবে। আগামী বাজেটেই আমরা দাবির প্রতিফলন দেখতে চাই। আশা করছি সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিরা এ বিষয়ে সিদ্ধান্ত নিবেন।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক কাজী কামরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ প্রমুখ।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান