ঢাকা : খালেদা জিয়াকে গ্রেপ্তারের দাবিতে গণপদযাত্রা কর্মসূচির ঘোষণা দিয়েছেন নৌমন্ত্রী শাজাহান খান।
শুক্রবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে শ্রমিক-কর্মচারী-পেশাজীবী-মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয়া হয়।
রাজধানীর মানিক মিয়া এ্যাভিনিউ থেকে সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তন পর্যন্ত রোববার বিকেল ৩টায় এ পদযাত্রা অনুষ্ঠিত হবে।
খালেদা জিয়াকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে শাজাহান খান বলেন, সরকার মনে হয় তাকে আরও পচনের সুযোগ করে দিচ্ছে। তার চরিত্র আরও উন্মোচনের সুযোগ দিচ্ছে। তবে আমরা তার গ্রেফতার ও বিচার চাই।
তিনি বলেন, খালেদা জিয়া জনগণের প্রতি আস্থা হারিয়ে সন্ত্রাসীদের ওপর সওয়ার হয়েছেন। এখন নির্ভরশীল হয়েছেন বিদেশীদের ওপর। বঙ্গবন্ধুর মতো তারা শেখ হাসিনাকেও হত্যা করতে চায়।
সংবাদ সম্মেলনে শাজাহান খান তাদের এই আন্দোলনের লক্ষ্য ও উদ্দেশ্য হিসেবে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা, বাংলাদেশকে জঙ্গিবাদী ও সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে পরিণত করার ষড়যন্ত্র প্রতিহত, মুক্তিযুদ্ধের চেতনায় জনগণকে উজ্জীবিত ও রাষ্ট্রপরিচালনা সুনিশ্চিত, ধর্মীয় অনুভূতিতে আঘাত না করাসহ ১২ দফা তুলে ধরেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান