মুন্সীগঞ্জ: সিটি করপোরেশন নির্বাচন অংশগ্রহণ বিএনপির বিলম্বিত বোধগম্যর জন্য ধন্যবাদ জানান সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেল, ৫ জানুয়ারি নির্বাচনে অংশগ্রহণ করলে বিএনপিকে আজ সংসদের বাইরে থেকে কথা বলতে হতোনা। তাই নাশকতার পথ ছেড়ে বাস্তবতায় ফিরে আসার আহ্বান জানান তিনি।
শুক্রবার বেলা ১১ টার দিকে মুন্সীগঞ্জের পশ্চিম মুক্তারপুর এলাকার পুরাতন ফেরিঘাট সংযোগ সড়কের সংস্কার কাজ পরিদর্শন করতে এসে এসব কথা বলেন মন্ত্রী।
ওবায়দুল কাদের বলেন, সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালিত হবে। জাতীয় নির্বাচন সময় মতো হবে তবে আপাতত দেশে জাতীয় নির্বাচন বা মধ্যবর্তী নির্বাচন করার কোনো চিন্তা-ভাবনা নেই সরকারের।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আরো বলেন- দেশের সড়ক-মহাসড়কে চলমান কাজ যথাসময়ে শেষ না হলে সংশ্লিষ্ট ঠিকাদার ও প্রকৌশলীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কালো তালিকাভূক্ত করা হবে সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠানকে। এবং আসন্ন রোজা, ঈদ ও বর্ষা মৌসুমের আগেই দেশের চলমান সকল সড়ক-মহাসড়কের কাজ শেষ করার টার্গেট দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে কাজ শেষ করতে ব্যর্থ হলে কার্যাদেশ বাতিল করা হবে।
এ সময় পদ্মা সেতু নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন-পদ্মা সেতুর কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে। ২০১৮ সালের মধ্যে পদ্মা সেতু চলাচলের জন্য উন্মুক্ত কের দেওয়া হবে। পদ্মা সেতুর কাজ শুধু পদ্মা পাড়েই হচ্ছে না-জার্মান, সিঙ্গাপুর ও বেইজিংয়ে পদ্মা সেতুর কাজ চলমান রয়েছে। যথাসময়ে সেগুলো পদ্মা সেতুতে সংযুক্ত হবে।
এ সময় মন্ত্রীর সঙ্গে সড়ক ও জনপদ এবং সেতু বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান