আজ থেকে দর্শকদের পাগল করে দিওয়ানা বানিয়ে দেব। অভিনয় দিয়ে মাতিয়ে রাখব গোটা হল। প্রত্যাশা থাকবে এর মাধ্যমে আমার আগমনী বার্তা আরও একবার পেয়ে পাবেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা। কথাগুলো বলেছেন অভিনেত্রী পরীমণি। আগামীকাল মুক্তি পাচ্ছে তার দ্বিতীয় ছবি 'পাগলা দিওয়ানা'। ওয়াজেদ আলী সুমনের পরিচালনায় এ ছবিতে পরীমণির বিপরীতে রয়েছেন শাহ রিয়াজ। এর আগে 'ভালোবাসা সীমাহীন' দিয়ে রুপালি জগতে আবির্ভাব ঘটে পরীর। মূলত, ছবি মুক্তির আগেই নানা সময়ে আলোচনা-সমালোচনা ও তর্কে-বিতর্কে তিনি জড়িয়ে পড়েন। এ কারণেই তার প্রতি সবার মনোযোগও ছিল বেশি। বলা যায়, প্রথম ছবিতে তিনি মুগ্ধ করেছেন সবাইকে।
পরীমণি এ পর্যন্ত ২৮টি ছবির সঙ্গে নিজেকে জড়িয়ে ফেলেছেন। বেশ কয়েকটি ছবি রয়েছে মুক্তির মিছিলে। এ ছাড়া কাজ চলছে আরও প্রায় এক ডজন ছবির। সবকিছু ঠিক থাকলে চলচ্চিত্রপাড়ায় এ বছরটি হবে পরীময়।
সাম্প্রতিককালে অপু বিশ্বাস ও মাহীর পরে নতুন কোনো অভিনেত্রী প্রযোজক ও পরিচালকদের আস্থাভাজন হতে পারছিলেন না। পরীমণি সেই শূন্যস্থান পূরণ করেছেন। ঢালিউডের সায়মন, বাপ্পী, আরজু, শাহ রিয়াজ, জেফ, জায়েদ খান থেকে শুরু করে আরিফিন শুভ-শাকিব খানের মতো নায়কদের বিপরীতে পরীমণি কাজ করে যাচ্ছেন। পরীমণি বলেন, পরিচালক ও প্রযোজকরা আমার ওপর ভরসা করেই কোটি কোটি টাকা লগ্নি করছেন। তারা কোনো হুজুগে বা গড্ডালিকায় গা ভাসিয়ে এ ধরনের সিদ্ধান্ত নেননি। আমাকে বিশ্বাস করেই লগ্নি করছেন। আমি সবার প্রত্যাশা পূরণের চেষ্টা করব। চেষ্টা করব নিজেকে গ্রহণযোগ্য করে রাখার।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান