ফারুক আহমেদ সুজন : রাজধানীর মোহাম্মদপুরে কলেজশিক্ষিকা কৃষ্ণা কাবেরী বিশ্বাসকে হত্যা এবং তাঁর স্বামী ও সন্তানদের জখম করার পর নিরাপদেই পালানোর সুযোগ পেয়েছে অভিযুক্ত এ কে এম জহিরুল ইসলাম পলাশ। গত সোমবার রাতে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) উপপরিচালক শীতাংশু শেখর বিশ্বাসের বাসায় হামলা চালিয়ে পল্লবীতে নিজের বাসায় ফিরে যায় জহিরুল। স্ত্রীসহ পরিবারের কেউই ঘটনাটি টের পায়নি। পরদিন মঙ্গলবার যথারীতি গুলশানের নিজ অফিসে যায় সে। সেখানে এক ঘণ্টা অবস্থানও করে। ততক্ষণে কৃষ্ণা কাবেরী খুন এবং পরিবারের ওপর হামলার খবরটি সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়ে। সকাল ১০টার দিকে বনানীর প্রধান কার্যালয়ে যাওয়ার কথা বলে অফিস থেকে বের হয়ে সটকে পড়ে জহিরুল। ওই সময় থেকেই তার মোবাইল ফোনটিও বন্ধ আছে। কৃষ্ণা কাবেরীকে হত্যা করার ১২ ঘণ্টা পরও পুলিশ খোঁজেনি জহিরুল ইসলাম পলাশকে। অতিথি হয়ে শীতাংশুর বাসায় ঢুকে পলাশের উন্মত্ত আক্রমণের কথা শুনে এখন তার স্বজন ও সহকর্মীরা বিস্মিত। আর পুলিশ কর্মকর্তারা বলছেন, কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না জহিরুলকে ।
মোহাম্মদপুর থানায় দায়ের করা হত্যা মামলার তদন্ত কর্মকর্তা এসআই মাহাবুব রহমান বলেন, ‘আমরা আসামিকে গ্রেপ্তারের সর্বাত্মক চেষ্টা চালাচ্ছি। অফিস, ঢাকার বাসা, গ্রামের বাড়ি- কোথাও জহিরুল পলাশের হদিস পাওয়া যায়নি। অভিযান এখনো চলছে।’ জানতে চাইলে মাহাবুব রহমান বলেন, ‘হামলার পর শীতাংশু এখনো অসুস্থ। গতকাল (বুধবার) তাঁর অপারেশন হয়েছে। তাঁর কাছ থেকে আমারা হামলার কারণ এবং খুনির ব্যাপারে জানতে পারিনি। বাদীর অভিযোগ ও সামান্য কিছু তথ্যের ভিত্তিতে আসামির অফিসের সহায়তায় ঠিকানা সংগ্রহ করেছি। আর এ কারণে কিছুটা বিলম্ব হয়েছে।’
ঘটনার পর বাসায়, সকালে অফিসও করেছে জহিরুল
গত সোমবার রাতে রাজধানীর ইকবাল রোডে বিএরটিএর উপপরিচালক শীতাংশু শেখর বিশ্বাসের বাসায় জন্মদিনের শুভেচ্ছা জানানোর কথা বলে যায় হাজি আহমেদ ব্রাদার্স সিকিউরিটিজ নামের ব্রোকারেজ হাউসের ব্যবস্থাপক পলাশ। এরপর হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করে শীতাংশু, তাঁর দুই মেয়ে অয়ত্রী বিশ্বাস অদ্বিতীয়া (৮) ও শ্রাবণী বিশ্বাস শ্রুতিকে (১৫)। হাতুড়িপেটার পর শরীরে আগুন ধরিয়ে দিয়ে হত্যা করে শীতাংশুর স্ত্রী ও মোহাম্মদপুরের মিশন ইন্টারন্যাশনাল কলেজের সমাজকল্যাণ বিভাগের প্রভাষক কৃষ্ণা কাবেরী বিশ্বাসকে। ঘটনার পর শীতাংশুর ভাই সুধাংশু শেখর বিশ্বাস হত্যা মামলা করেন, যার একমাত্র আসামি জহিরুল ইসলাম পলাশ।
পুলিশ ও কর্মস্থল সূত্র জানায়, জহিরুল ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সদস্যভুক্ত প্রতিষ্ঠান হাজি আহমেদ ব্রাদার্স সিকিউরিটিজের গুলশান অফিসের ব্যবস্থাপক। গুলশান ১ নম্বরের ৭ নম্বর রোডের ১৫ নম্বর ভবনে ওই অফিস। সেখানে আট মাস ধরে সে কর্মরত ছিল। রাজধানীর পল্লবীর ১৪ নম্বর রোডের ১৯ নম্বর বাড়িতে স্ত্রী ইসমত আরা ও দুই সন্তানকে নিয়ে থাকে জহিরুল। তার গ্রামের বাড়ি রাজশাহীর বোয়ালিয়া ঘোড়ামারার রামচন্দ্রপুরে। গত সোমবার রাতে ইকবাল রোডের ৩/১২ বাড়ি থেকে নিজ বাসায় ফিরে স্বাভাবিকই ছিল পলাশ। এরপর সকাল ৯টার দিকে গুলশানের অফিসে যায়। সেখানে এক ঘণ্টা অবস্থান করে। অফিসেও তাকে স্বাভাবিকই দেখেছেন সহকর্মীরা। সকাল সাড়ে ৯টার দিকে তার একটি ফোন আসে। এরপর ১০টার দিকে বনানীর কামাল আতাতুর্ক এভিনিউয়ে এবিসি টাওয়ারের প্রধান কার্যালয়ে যাওয়ার কথা বলে সে অফিস থেকে বের হয়। তখন থেকেই তার মোবাইল ফোনটি বন্ধ রয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ গুলশান কার্যালয়ে গিয়ে জহিরুলের ব্যাপারে তথ্য সংগ্রহ করে। ওই দিনই পুলিশ বাসায় তল্লাশি চালালে জহিরুলের স্ত্রী ঘটনা শুনে বিস্মিত হন। একইভাবে বিস্ময় প্রকাশ করেছেন পলাশের সহকর্মীরাও। হাজি আহমেদ ব্রাদার্স সিকিউরিটিজের কয়েকজন কর্মকর্তা বলেন, এ কে এম জহিরুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ পাস করেছে। অফিসে সব সময়ই শান্ত থাকত সে। তার আচরণ দেখে সহকর্মীরা ধারণাই করতে পারছেন না, সে হত্যাকাণ্ড ঘটাতে পারে।
মোহাম্মদপুর থানার ওসি আজিজুল হক বলেন, ‘হত্যাকারী কৌশলে অবস্থা বুঝেই পালিয়েছে। আসামিকে ধরতে অভিযান অব্যাহত আছে। সে যাতে দেশ ছেড়ে পালাতে না পারে সে জন্য ইমিগ্রেশনেও বার্তা দেওয়া হয়েছে।’
জহিরুল ইসলাম পলাশের কয়েকজন সহকর্মী জানান, হাজি আহমেদ ব্রাদার্স সিকিউরিটিজের মাধ্যমে শেয়ারবাজারে বিনিয়োগ করেছেন বিআরটিএ কর্মকর্তা শীতাংশু। লভ্যাংশসহ তাঁর মূলধনের পরিমাণ ১৫ কোটি টাকারও বেশি। শীতাংশুর পক্ষে পলাশই তাঁর লেনদেন দেখাশোনা করত। শীতাংশুর সঙ্গে পলাশের কোনো ব্যক্তিগত চুক্তি থাকলে অ্যাকাউন্ট থেকে সে ৪-৫ শতাংশ কমিশন বা মুনাফা পেতে পারে। অর্জিত লভ্যাংশের ৪০ শতাংশের ওপর এই মুনাফার পরিমাণ খুব একটা বেশি নয়। এদিকে গত সোমবার রাতে আক্রান্ত হওয়ার পর শীতাংশু পুলিশকে বলেন, তাঁর শেয়ার অ্যাকাউন্ট গুলশান থেকে বনানীতে স্থানান্তরের চেষ্টা করে জহিরুল। নথিপত্রে স্বাক্ষর না করায় শীতাংশু ও তাঁর পরিবারের ওপর আক্রমণ করে সে। এই সামান্য কারণে শিশুসহ পরিবারের সবাইকে আক্রমণ করে হত্যার ঘটনাটি রহস্যজনক বলে মনে করছেন তদন্তকারীরা। শীতাংশু সুস্থ হয়ে উঠলে এ ব্যাপারে বিস্তারিত জানা যাবে বলে ধারণা করছেন তাঁরা।