দিনাজপুর : হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও এক এসআই সহ তিন জনের বিরুদ্ধে আদালতে চাঁদাবাজির মামলা দায়ের করা হয়েছে। স্থানীয় বাজারের মাছ ব্যবসায়ী জোবাইদুল ইসলাম এই মামলাটি দায়ের করেছেন।
বৃহস্পতিবার দুপুরে দিনাজপুর ১ম শ্রেণির জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে তিনি এই মামলাটি দায়ের করেন।
মামলায় হাকিমপুর থানার ওসি মোখলেছুর রহমান, এসআই মতিউর রহমান ও পলাশ সরকার নামের এক ব্যক্তিকে আসামি করা হয়েছে।
সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রেজাউল বারী মামলাটি গ্রহণ করে আগামী ৪ মে’র মধ্যে দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপারকে (অপরাধ) প্রতিবেদন দাখিলের আদেশ দেন।
জানা যায়, গত ৫ জানুয়ারি বিকেল ৩ টায় মোটরসাইকেলযোগে ব্যবসায়ী জোবাইদুল ইসলাম হাকিমপুর থানার হিলির চারমাথা এলাকায় যান। সেখানে এসআই মতিয়ার রহমান তার মোটরসাইকেল থামিয়ে কাগজপত্র দেখতে চান। এ সময় তার কাছে তাৎক্ষণিক কাগজপত্র না থাকায় বাড়ি থেকে এনে দিতে চান।
পরে বাড়িতে গিয়ে সন্ধ্যা ৭ টার দিকে আশরাফুল ইসলাম নামে একজনকে সঙ্গে নিয়ে কাগজপত্রসহ থানায় নিয়ে যান। এসময় এসআই মতিয়ার ও পলাশ তাকে থানার ওসি মোখলেছুর রহমানের কক্ষে নিয়ে মোটরসাইকেলের প্রয়োজনীয় কাগজপত্র না দেখে এক লাখ টাকা চাঁদা দাবি করেন।
এ সময় ব্যবসায়ী জোবাইদুল চাঁদা দিতে অস্বীকার করলে তাকে মারধর কর করা হয়। পরে জোবাইদুল ইসলামকে থানায় আটকে রাখা হয়। এক লাখ টাকা চাঁদা না দিলে তাকে ডাকাতি ও পেট্রলবোমা মামলায় জড়ানোর হুমকি দেয় পুলিশ।
পরে এসআই মতিয়ার রহমান ২০ হাজার টাকা নেয়ার পর তাকে ডাকাতি মামলায় আদালতে পাঠানো হয়।
বাদী পক্ষে মামলাটি পরিচালনা করছেন আইনজীবী গোলাম ফারুক মিনহাজুল ও শাহ্-দোরখ শানসহ কয়েকজন আইনজীবী।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান