অপরাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo মেয়েকে হত্যা করে মায়ের আত্মহত্যা মরদেহের পাশ থেকে চিরকুট উদ্ধার Logo বগুড়ায় মাকে হত্যার দায়ে ছেলে সাদ ৩ দিনের রিমান্ডে Logo জমা টাকার বদলে হুমকি অভিযোগের ৭দিন পরেও ব্যবস্থা নেয়নি সমবায় দপ্তর Logo জোয়ারসাহারায় বিআরটিএ এর ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা কেন্দ্র পরিদর্শন বিপ্লবী ছাত্র জনতার Logo লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে ৪ শ্রমিক নিহত Logo সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো নেশা তুহিনের Logo ৭ই নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত। Logo বিআরটিএতে লটারি’র মাধ্যমে ৩৭ জন মোটরযান পরিদর্শক বদলি Logo বিআরটিএতে লটারি’র মাধ্যমে ৩৭ জন মোটরযান পরিদর্শক বদলি Logo সুন্দরগঞ্জে কর্মরত সাংবাদিকদের সাথে থানার ওসির মতবিনিময়

ওসিসহ ৩ জনের বিরুদ্ধে মাছ ব্যবসায়ীর মামলা

দিনাজপুর : হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও এক এসআই সহ তিন জনের বিরুদ্ধে আদালতে চাঁদাবাজির মামলা দায়ের করা হয়েছে। স্থানীয় বাজারের মাছ ব্যবসায়ী জোবাইদুল ইসলাম এই মামলাটি দায়ের করেছেন।

বৃহস্পতিবার দুপুরে দিনাজপুর ১ম শ্রেণির জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে তিনি এই মামলাটি দায়ের করেন।

মামলায় হাকিমপুর থানার ওসি মোখলেছুর রহমান, এসআই মতিউর রহমান ও পলাশ সরকার নামের এক ব্যক্তিকে আসামি করা হয়েছে।

সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রেজাউল বারী মামলাটি গ্রহণ করে আগামী ৪ মে’র মধ্যে দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপারকে (অপরাধ) প্রতিবেদন দাখিলের আদেশ দেন।

জানা যায়, গত ৫ জানুয়ারি বিকেল ৩ টায় মোটরসাইকেলযোগে ব্যবসায়ী জোবাইদুল ইসলাম হাকিমপুর থানার হিলির চারমাথা এলাকায় যান। সেখানে এসআই মতিয়ার রহমান তার মোটরসাইকেল থামিয়ে কাগজপত্র দেখতে চান। এ সময় তার কাছে তাৎক্ষণিক কাগজপত্র না থাকায় বাড়ি থেকে এনে দিতে চান।

পরে বাড়িতে গিয়ে সন্ধ্যা ৭ টার দিকে আশরাফুল ইসলাম নামে একজনকে সঙ্গে নিয়ে কাগজপত্রসহ থানায় নিয়ে যান। এসময় এসআই মতিয়ার ও পলাশ তাকে থানার ওসি মোখলেছুর রহমানের কক্ষে নিয়ে মোটরসাইকেলের প্রয়োজনীয় কাগজপত্র না দেখে এক লাখ টাকা চাঁদা দাবি করেন।

এ সময় ব্যবসায়ী জোবাইদুল চাঁদা দিতে অস্বীকার করলে তাকে মারধর কর করা হয়। পরে জোবাইদুল ইসলামকে থানায় আটকে রাখা হয়। এক লাখ টাকা চাঁদা না দিলে তাকে ডাকাতি ও পেট্রলবোমা মামলায় জড়ানোর হুমকি দেয় পুলিশ।

পরে এসআই মতিয়ার রহমান ২০ হাজার টাকা নেয়ার পর তাকে ডাকাতি মামলায় আদালতে পাঠানো হয়।

বাদী পক্ষে মামলাটি পরিচালনা করছেন আইনজীবী গোলাম ফারুক মিনহাজুল ও শাহ্-দোরখ শানসহ কয়েকজন আইনজীবী।

Tag :
জনপ্রিয় সংবাদ

মেয়েকে হত্যা করে মায়ের আত্মহত্যা মরদেহের পাশ থেকে চিরকুট উদ্ধার

ওসিসহ ৩ জনের বিরুদ্ধে মাছ ব্যবসায়ীর মামলা

আপডেট টাইম : ০৪:৫১:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০১৫

দিনাজপুর : হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও এক এসআই সহ তিন জনের বিরুদ্ধে আদালতে চাঁদাবাজির মামলা দায়ের করা হয়েছে। স্থানীয় বাজারের মাছ ব্যবসায়ী জোবাইদুল ইসলাম এই মামলাটি দায়ের করেছেন।

বৃহস্পতিবার দুপুরে দিনাজপুর ১ম শ্রেণির জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে তিনি এই মামলাটি দায়ের করেন।

মামলায় হাকিমপুর থানার ওসি মোখলেছুর রহমান, এসআই মতিউর রহমান ও পলাশ সরকার নামের এক ব্যক্তিকে আসামি করা হয়েছে।

সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রেজাউল বারী মামলাটি গ্রহণ করে আগামী ৪ মে’র মধ্যে দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপারকে (অপরাধ) প্রতিবেদন দাখিলের আদেশ দেন।

জানা যায়, গত ৫ জানুয়ারি বিকেল ৩ টায় মোটরসাইকেলযোগে ব্যবসায়ী জোবাইদুল ইসলাম হাকিমপুর থানার হিলির চারমাথা এলাকায় যান। সেখানে এসআই মতিয়ার রহমান তার মোটরসাইকেল থামিয়ে কাগজপত্র দেখতে চান। এ সময় তার কাছে তাৎক্ষণিক কাগজপত্র না থাকায় বাড়ি থেকে এনে দিতে চান।

পরে বাড়িতে গিয়ে সন্ধ্যা ৭ টার দিকে আশরাফুল ইসলাম নামে একজনকে সঙ্গে নিয়ে কাগজপত্রসহ থানায় নিয়ে যান। এসময় এসআই মতিয়ার ও পলাশ তাকে থানার ওসি মোখলেছুর রহমানের কক্ষে নিয়ে মোটরসাইকেলের প্রয়োজনীয় কাগজপত্র না দেখে এক লাখ টাকা চাঁদা দাবি করেন।

এ সময় ব্যবসায়ী জোবাইদুল চাঁদা দিতে অস্বীকার করলে তাকে মারধর কর করা হয়। পরে জোবাইদুল ইসলামকে থানায় আটকে রাখা হয়। এক লাখ টাকা চাঁদা না দিলে তাকে ডাকাতি ও পেট্রলবোমা মামলায় জড়ানোর হুমকি দেয় পুলিশ।

পরে এসআই মতিয়ার রহমান ২০ হাজার টাকা নেয়ার পর তাকে ডাকাতি মামলায় আদালতে পাঠানো হয়।

বাদী পক্ষে মামলাটি পরিচালনা করছেন আইনজীবী গোলাম ফারুক মিনহাজুল ও শাহ্-দোরখ শানসহ কয়েকজন আইনজীবী।