সিলেট : মহাসড়ক দিয়ে যখন আর এলাকার লোকজন ও যানবাহন চলাচল করতে পারছেনা তখন খানাখন্দে ভরা সড়কে ধানের চারা রোপণ করে অভিনব প্রতিবাদ জানান স্থানীয় এলাকাবাসী।
বৃহস্পতিবার দুপুরে সিলেট-তামাবিল মহাসড়কে জনপ্রতিনিধি, ব্যবসায়ী ও এলাকার সর্বস্তরের জনসাধারণ এ প্রতিবাদে অংশ নেয়।
মোহাম্মদপুর থেকে মামার বাজার হয়ে বল্লাঘাট পর্যন্ত প্রায় এক কিলোমিটার সড়কে খানাখন্দের সৃষ্টি হয়ে দীর্ঘদিন থেকে বেহাল দশায় থাকলেও তা সংস্কারের কোনো উদ্যোগ নেই কর্তৃপক্ষের।
অল্প বৃষ্টিতেই কাদা জলে একাকার থাকে রাস্তাটি। এ ছাড়াও প্রায় হাঁটু সমান পানি জমে থাকে দিনের পর দিন। আর ঝুঁকিপূর্ণ এই রাস্তা দিয়ে প্রতিনিয়তই চলাচল করছে বিভিন্ন যানবাহন। পাশাপাশি সাধারণ মানুষের চলাফেরার ক্ষেত্রে পোহাতে হয় চরম ভোগান্তি। তাই এই রাস্তাটি সংস্কারের জন্য স্থানীয় এলাকাবাসী মহাসড়কে ধানের চারা রোপণ করে এ প্রতিবাদ জানিয়েছেন।
অভিনব এ প্রতিবাদে উপস্থিত ছিলেন পূর্ব জাফলং ইউপি সদস্য মনোয়ারা বেগম বীণা, গোয়াইনঘাট প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মো. করিম মাহমুদ লিমন, গুচ্ছগ্রাম প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সেলিম আহমদ, স্থানীয় ব্যবসায়ী ফয়সাল আহমেদ, গফুর আল মামুন, রাসেল আহমেদ রুবেল, পিয়ার আলী, রফিকুল ইসলাম, আকবর হোসেন, মুহিবুর রহমান, সবুজ।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান