ডেস্ক : পাকিস্তানের সাবেক ক্রিকেটার ইমরান খানের দল পাকিস্তান তেহরিক ই ইনসাফ (পিটিআই) এর সকল সংসদ সদস্য পার্লামেন্ট থেকে পদত্যাগ করেছে। পিটিআইয়ের সিনিয়র নেতা শাহ মেহমুদ কোরেশি ও আরিফ আলভি দলটির সংসদ সদস্যদের পক্ষে স্পিকারেরর হাতে পদত্যাগ পত্র তুলে দেন। পার্লামেন্টে দলটির ৩৪ টি আসন ছিল।
পদত্যাগ প্রসঙ্গে দলটির নেতা মুরাদ সাইদ বলেন, আমরা আমাদের পদত্যাগপত্র চেয়ারম্যানের কাছে জমা দিয়েছে। পার্লামেন্টের স্পিকারের কাছে জমা দেয়ার মাধ্যসে আনুষ্ঠানিক কাজটিও শেষ হয়েছে।
এর আগে ২০১৩ সালের নির্বাচনে কারচুপির অভিযোগে দলটি পাখতুনখাওয়া প্রদেশ ছাড়া বাকী সবকটি প্রদেশের সংসদ সদস্যদের পদত্যাগের ঘোষণা দিয়েছিল। পাখতুনখাওয়া প্রদেশে পিটিআই নেতৃত্ত্বাধীন সরকার রয়েছে।
পিটিআইয়ের সংসদ সদস্যদের পদত্যাগ প্রসঙ্গে দেশটির সাবেক নির্বাচন কমিশন সচিব কানওয়ার দিলশাদ বলেন, যেহেতু তারা গণমাধ্যমের সামনেই পদত্যাগপত্র জমা দিয়েছে সে হিসেবে তাদের পদত্যাগ গ্রগণ না করার কোনো কারণ নেই।
শিরোনাম :
পার্লামেন্ট থেকে ইমরান খানের দলের পদত্যাগ
- বাংলার খবর ডেস্ক :
- আপডেট টাইম : ০৫:৪৫:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০১৪
- ১৬১১ বার
Tag :
জনপ্রিয় সংবাদ