ফেনী: ফেনী সদর উপজেলার পশ্চিম সোনাপুরে অষ্টম শ্রেণির এক ছাত্রের মৃত্যুকে কেন্দ্র করে যুবলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও গুলি বিমিময় হয়েছে। এ ঘটনায় ৩ জন গুলিবিদ্ধ হয়েছে বলে জানা গেছে। নিহত ছাত্রের নাম অনিক।
বুধবার বেলা ১২টার দিকে উপজেলার পশ্চিম সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ তিনজন হল যুবলীগনেতা বোমা কামরুল, নিতাজ ও মানিক।
এলাকাবাসী সূত্রে জানা যায়, বিরিঞ্চি মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্র অনিক ছুটির পরে বাড়িতে যাওয়ার পথে বালু বোঝাই একটি পিকআপ তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই অনিকের মৃত্যু হয়। স্থানীয় যুবলীগনেতা কামরুল ওরফে বোমা কামরুল তার সহযোগিদের নিয়ে এঘটনার প্রতিবাদ করে। এসময় অপর যুবলীগ নেতা সোহাগের নেতৃত্বে সজিব ও তার সহপাঠীরা তাতে বাধা দেয়।
দুই গ্রুপের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় সোহাগ ও তার ক্যাডার বাহিনীর হাতে পিস্তল, চাপাতি ও দেশীয় অস্ত্র দেখা যায়। এতে বোমা কামরুলের(২৯) পিঠে ও হাতে দুটি গুলি লাগে বলে জানা গেছে।
বোমা কামরুলকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে স্থানীয় হাসপাতালে ও পরে ঢাকায় স্থানান্তর করা হয়। এ বিষয়ে ফেনী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাহবুব মোর্শেদ জানান, আমরা ঘটনা শুনেছি। এখন পর্যন্ত কোন লোক আটক বা গ্রেফতার হয়নি।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান