অপরাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo দ্রুত নির্বাচন দিয়ে জনগণের প্রত্যাশা পূরণ করুন -অধ্যক্ষ সেলিম ভূইয়া Logo বগুড়ায় লেখক চক্র পুরস্কার পাচ্ছেন এবার ৬ জন Logo রংপুর বিভাগীয় পর্যায়ে হাতের লেখা প্রতিযোগীতায় ১ম স্থান লালমনিরহাটের শিবরাম!  Logo পাটগ্রাম  উপজেলা পরিষদের  পক্ষ থেকে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে  বাইসাইকেল বিতরণ Logo মেয়েকে হত্যা করে মায়ের আত্মহত্যা মরদেহের পাশ থেকে চিরকুট উদ্ধার Logo বগুড়ায় মাকে হত্যার দায়ে ছেলে সাদ ৩ দিনের রিমান্ডে Logo জমা টাকার বদলে হুমকি অভিযোগের ৭দিন পরেও ব্যবস্থা নেয়নি সমবায় দপ্তর Logo জোয়ারসাহারায় বিআরটিএ এর ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা কেন্দ্র পরিদর্শন বিপ্লবী ছাত্র জনতার Logo লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে ৪ শ্রমিক নিহত Logo সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো নেশা তুহিনের

ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে ‘বাংলাদেশ স্টাডিজ’ কেন্দ্র চালু করা হল

নিউইয়র্ক : ক্যালিফোর্নিয়ার বিশ্ববিদ্যালয়ে ‘সেন্টার ফর বাংলাদেশ স্টাডিজ’ নামে একটি গবেষণা কেন্দ্র চালু করা হয়েছে।

সোমবার ‘সুবীর অ্যান্ড মালিনী চৌধুরী সেন্টার ফর বাংলাদেশ স্টাডিজের’ কর্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এ সময় চ্যান্সেলর নিকোলাস ডার্কস এতে সভাপতিত্ব করেন। এ উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন- ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ফজলে হাসান আবেদ।

এছাড়া লস এঞ্জেলেসের প্রবাসী সুবীর চৌধুরী সেন্টারটি প্রতিষ্ঠায় তহবিল সংগ্রহের লক্ষ্যে গত বছর ফেইসবুকে একটি বার্তা পোষ্ট করলে প্রচুর সাড়া মেলে। সুবীর চৌধুরীর মিলিয়ন ডলারের সহায়তায় সেন্টারটি প্রতিষ্ঠিত হওয়ায় তার এবং তার স্ত্রী মালিনী চৌধুরীর নামেই এর নামকরণ করা হয়েছে। বাংলাদেশ স্টাডিজ সেন্টারের সঙ্গে যেসব বিশ্ববিদ্যালয় সহযোগী হিসাবে কাজ করবে, সেগুলোর মধ্যে ব্র্যাক অন্যতম।

সুবীর চৌধুরী বলেন, ‘এখানে অধিকাংশ কাজই হবে হাতেকলমে, যা বেশ জটিল। আমি আশা করি, এই সেন্টার বাংলাদেশের মানুষের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখবে’।

তবে সেন্টারটির পরিচালক হিসাবে রয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ড. সঞ্চিতা বি সাক্সেনা। ‘সুবির অ্যান্ড মিলানি চৌধুরী সেন্টার ফর বাংলাদেশ স্টাডিজ’ গবেষণাকেন্দ্র বাংলাদেশের পোশাকশিল্পের নিরাপত্তাব্যবস্থার উন্নতি, সামাজিক সমস্যার সমাধানে অ্যাপ তৈরি এবং ফল ও সবজিতে পাওয়া জীবাণু প্রতিরোধে তথ্য সংগ্রহ করবে তারা।

ইউসির চ্যান্সেলর নিকোলাস ডার্কস বলেন, ‘এ কেন্দ্রের মাধ্যমে ইউসি বার্কলে দক্ষিণ এশিয়া বিষয়ক গবেষণা ও বৃত্তি প্রদানে জোর নেতৃত্ব দিতে পারবে। এতে বিশ্ব অর্থনীতি ও রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে উদীয়মান অর্থনীতির দেশগুলোকে সাহায্য করবে।’

ডার্কস আরো বলেন, ‘এ গবেষণা কেন্দ্র কোনো সীমারেখা না মেনে সবাই নিজেদের অধ্যয়ন অব্যাহত রাখবে এবং সমস্যার সমাধানে প্রচেষ্টা চালিয়ে যাবে।’ চৌধুরী কেন্দ্রের পরিচালক সঞ্চিতা সাক্সেনা দক্ষিণ এশিয়ার আর্থ-সামাজিক গবেষক দলের নেতৃত্ব দিচ্ছেন।

ড. সঞ্চিতা বলেন, ‘আবেদের স্বপ্ন ও উদ্ভাবন দৃশ্যমান উন্নয়ন সাধন করেছে, যা বিশ্বের লাখ লাখ মানুষকে আশায় জাগিয়েছে। ইউসি বার্কলের এ কেন্দ্রের গবেষণার ফল আরো গবেষণা ও বৃত্তি প্রদানে উৎসাহিত করবে। বাংলাদেশের স্বপ্নপূরণে এটা সহায়ক হবে।’ মান ব্যবস্থাপনা কৌশল ও পদ্ধতি নিয়ে ২০ বছরের বেশি সময় ধরে বিশ্বে তাত্ত্বিক নেতৃত্ব দিয়ে আসছেন চট্টগ্রামের সুবীর চৌধুরী।

তিনি বলেন, সুবীর চৌধুরী স্নাতক সম্পন্ন করার জন্য ১৯৯১ সালে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে আসেন। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের এএসআই কনসাল্টিং গ্রুপের প্রধান নির্বাহী। তাঁর স্ত্রীর নাম মালিনি। বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে গবেষণার জন্য এই গবেষণা কেন্দ্রকে ১০ লাখ মার্কিন ডলার অর্থ সাহায্য দিয়েছেন সুবীর।

সুবীর চৌধুরী বলেন, ‘বাংলাদেশের বাইরে আমাদের দেশের আর্থসামাজিক উন্নয়ন নিয়ে গবেষণায় প্রথম প্রতিষ্ঠান। এ কেন্দ্র একটি স্বাধীন বৈশ্বিক মুখপাত্র হিসেবে রূপ লাভ করবে, যা বাংলাদেশের মানুষের জীবনমানে ইতিবাচক প্রভাব ফেলবে।’ বাংলা ভাষা নিয়ে বিভিন্ন অনুষ্ঠান আয়োজনে ১৯৯৩ সাল থেকে সুবির চৌধুরীর সঙ্গে কাজ করছেন ইউসি বার্কলের সামাজিক বিজ্ঞান বিভাগের (দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়া) চেয়ারম্যান রাকা রায়। সুবীর ও রাকার প্রায় দুই দশকের প্রচেষ্টার পর এ গবেষণা কেন্দ্রটি আনুষ্ঠানিকভাবে যাত্রা করতে যাচ্ছে।

সুবীর বলেন, ‘আগে আমার টাকা ছিল না। তবে টাকা-কড়ি হলে বাংলাদেশের কল্যাণে বড় কিছু করার অঙ্গীকার ছিল।’ এই কেন্দ্রের হয়ে বাংলাদেশে কাজ করার জন্য গবেষক নির্বাচন প্রক্রিয়া শুরু হয়েছে। ঢাকার ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি দুটি গবেষণা পরিচালনা করবে। এর মধ্যে একটি হচ্ছে পোশাক কারখানার নিরাপত্তা ব্যবস্থা উন্নয়নে গবেষণা। অন্যটি ব্যবসায় নারীর ভূমিকা পর্যবেক্ষণ। আর সামাজিক সমস্যা সমাধানে ওয়েব ও মোবাইল অ্যাপ তৈরিতে কাজ করবে টেকনোহ্যাভেন নামে ঢাকার একটি সফটওয়্যার ও সিস্টেম ইন্টিগ্রেশন কোম্পানি। শীর্ষ স্বাস্থ্য গবেষক ক্যাটলিন কুক ঢাকায় আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআরবি) সঙ্গে স্বাস্থ্য সমস্যা নিয়ে কাজ করবেন। তিনিও উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

বাংলাদেশের গবেষকদের প্রশংসা করে কুক বলেছেন, ‘সত্যিই আমি বাংলাদেশি গবেষকদের কাজের মান দেখে মুগ্ধ।’

ইউসি বার্কলের বাংলাদেশ স্টাডিজ সেন্টার বিভিন্ন কর্মসূচি ঢাকায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে স্থানান্তর করবে। বিশেষ করে গ্রীষ্মকালীন কর্মসূচির অংশ হিসেবে তা করা হবে। পাশাপাশি সুবীর চৌধুরীর এলাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় চট্টগ্রামে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনেও এ ধরনের শিক্ষা কর্মসূচি থাকবে বলে জানা গেছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

দ্রুত নির্বাচন দিয়ে জনগণের প্রত্যাশা পূরণ করুন -অধ্যক্ষ সেলিম ভূইয়া

ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে ‘বাংলাদেশ স্টাডিজ’ কেন্দ্র চালু করা হল

আপডেট টাইম : ০২:৪২:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০১৫

নিউইয়র্ক : ক্যালিফোর্নিয়ার বিশ্ববিদ্যালয়ে ‘সেন্টার ফর বাংলাদেশ স্টাডিজ’ নামে একটি গবেষণা কেন্দ্র চালু করা হয়েছে।

সোমবার ‘সুবীর অ্যান্ড মালিনী চৌধুরী সেন্টার ফর বাংলাদেশ স্টাডিজের’ কর্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এ সময় চ্যান্সেলর নিকোলাস ডার্কস এতে সভাপতিত্ব করেন। এ উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন- ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ফজলে হাসান আবেদ।

এছাড়া লস এঞ্জেলেসের প্রবাসী সুবীর চৌধুরী সেন্টারটি প্রতিষ্ঠায় তহবিল সংগ্রহের লক্ষ্যে গত বছর ফেইসবুকে একটি বার্তা পোষ্ট করলে প্রচুর সাড়া মেলে। সুবীর চৌধুরীর মিলিয়ন ডলারের সহায়তায় সেন্টারটি প্রতিষ্ঠিত হওয়ায় তার এবং তার স্ত্রী মালিনী চৌধুরীর নামেই এর নামকরণ করা হয়েছে। বাংলাদেশ স্টাডিজ সেন্টারের সঙ্গে যেসব বিশ্ববিদ্যালয় সহযোগী হিসাবে কাজ করবে, সেগুলোর মধ্যে ব্র্যাক অন্যতম।

সুবীর চৌধুরী বলেন, ‘এখানে অধিকাংশ কাজই হবে হাতেকলমে, যা বেশ জটিল। আমি আশা করি, এই সেন্টার বাংলাদেশের মানুষের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখবে’।

তবে সেন্টারটির পরিচালক হিসাবে রয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ড. সঞ্চিতা বি সাক্সেনা। ‘সুবির অ্যান্ড মিলানি চৌধুরী সেন্টার ফর বাংলাদেশ স্টাডিজ’ গবেষণাকেন্দ্র বাংলাদেশের পোশাকশিল্পের নিরাপত্তাব্যবস্থার উন্নতি, সামাজিক সমস্যার সমাধানে অ্যাপ তৈরি এবং ফল ও সবজিতে পাওয়া জীবাণু প্রতিরোধে তথ্য সংগ্রহ করবে তারা।

ইউসির চ্যান্সেলর নিকোলাস ডার্কস বলেন, ‘এ কেন্দ্রের মাধ্যমে ইউসি বার্কলে দক্ষিণ এশিয়া বিষয়ক গবেষণা ও বৃত্তি প্রদানে জোর নেতৃত্ব দিতে পারবে। এতে বিশ্ব অর্থনীতি ও রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে উদীয়মান অর্থনীতির দেশগুলোকে সাহায্য করবে।’

ডার্কস আরো বলেন, ‘এ গবেষণা কেন্দ্র কোনো সীমারেখা না মেনে সবাই নিজেদের অধ্যয়ন অব্যাহত রাখবে এবং সমস্যার সমাধানে প্রচেষ্টা চালিয়ে যাবে।’ চৌধুরী কেন্দ্রের পরিচালক সঞ্চিতা সাক্সেনা দক্ষিণ এশিয়ার আর্থ-সামাজিক গবেষক দলের নেতৃত্ব দিচ্ছেন।

ড. সঞ্চিতা বলেন, ‘আবেদের স্বপ্ন ও উদ্ভাবন দৃশ্যমান উন্নয়ন সাধন করেছে, যা বিশ্বের লাখ লাখ মানুষকে আশায় জাগিয়েছে। ইউসি বার্কলের এ কেন্দ্রের গবেষণার ফল আরো গবেষণা ও বৃত্তি প্রদানে উৎসাহিত করবে। বাংলাদেশের স্বপ্নপূরণে এটা সহায়ক হবে।’ মান ব্যবস্থাপনা কৌশল ও পদ্ধতি নিয়ে ২০ বছরের বেশি সময় ধরে বিশ্বে তাত্ত্বিক নেতৃত্ব দিয়ে আসছেন চট্টগ্রামের সুবীর চৌধুরী।

তিনি বলেন, সুবীর চৌধুরী স্নাতক সম্পন্ন করার জন্য ১৯৯১ সালে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে আসেন। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের এএসআই কনসাল্টিং গ্রুপের প্রধান নির্বাহী। তাঁর স্ত্রীর নাম মালিনি। বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে গবেষণার জন্য এই গবেষণা কেন্দ্রকে ১০ লাখ মার্কিন ডলার অর্থ সাহায্য দিয়েছেন সুবীর।

সুবীর চৌধুরী বলেন, ‘বাংলাদেশের বাইরে আমাদের দেশের আর্থসামাজিক উন্নয়ন নিয়ে গবেষণায় প্রথম প্রতিষ্ঠান। এ কেন্দ্র একটি স্বাধীন বৈশ্বিক মুখপাত্র হিসেবে রূপ লাভ করবে, যা বাংলাদেশের মানুষের জীবনমানে ইতিবাচক প্রভাব ফেলবে।’ বাংলা ভাষা নিয়ে বিভিন্ন অনুষ্ঠান আয়োজনে ১৯৯৩ সাল থেকে সুবির চৌধুরীর সঙ্গে কাজ করছেন ইউসি বার্কলের সামাজিক বিজ্ঞান বিভাগের (দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়া) চেয়ারম্যান রাকা রায়। সুবীর ও রাকার প্রায় দুই দশকের প্রচেষ্টার পর এ গবেষণা কেন্দ্রটি আনুষ্ঠানিকভাবে যাত্রা করতে যাচ্ছে।

সুবীর বলেন, ‘আগে আমার টাকা ছিল না। তবে টাকা-কড়ি হলে বাংলাদেশের কল্যাণে বড় কিছু করার অঙ্গীকার ছিল।’ এই কেন্দ্রের হয়ে বাংলাদেশে কাজ করার জন্য গবেষক নির্বাচন প্রক্রিয়া শুরু হয়েছে। ঢাকার ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি দুটি গবেষণা পরিচালনা করবে। এর মধ্যে একটি হচ্ছে পোশাক কারখানার নিরাপত্তা ব্যবস্থা উন্নয়নে গবেষণা। অন্যটি ব্যবসায় নারীর ভূমিকা পর্যবেক্ষণ। আর সামাজিক সমস্যা সমাধানে ওয়েব ও মোবাইল অ্যাপ তৈরিতে কাজ করবে টেকনোহ্যাভেন নামে ঢাকার একটি সফটওয়্যার ও সিস্টেম ইন্টিগ্রেশন কোম্পানি। শীর্ষ স্বাস্থ্য গবেষক ক্যাটলিন কুক ঢাকায় আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআরবি) সঙ্গে স্বাস্থ্য সমস্যা নিয়ে কাজ করবেন। তিনিও উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

বাংলাদেশের গবেষকদের প্রশংসা করে কুক বলেছেন, ‘সত্যিই আমি বাংলাদেশি গবেষকদের কাজের মান দেখে মুগ্ধ।’

ইউসি বার্কলের বাংলাদেশ স্টাডিজ সেন্টার বিভিন্ন কর্মসূচি ঢাকায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে স্থানান্তর করবে। বিশেষ করে গ্রীষ্মকালীন কর্মসূচির অংশ হিসেবে তা করা হবে। পাশাপাশি সুবীর চৌধুরীর এলাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় চট্টগ্রামে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনেও এ ধরনের শিক্ষা কর্মসূচি থাকবে বলে জানা গেছে।