কক্সবাজার : কক্সবাজারের রামু উপজেলার হিমছড়ি পাহাড়ে বন্যহাতির আক্রমণে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সদস্য নিহত হয়েছে। নিহত বিজিবি সদস্যের নাম ল্যান্স নায়েক হাবিবুর রহমান। তিনি বিজিবি ১৭ এর সদস্য বলে জানা গেছে।
বুধবার রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। নিহত হাবিবুর রহমান ঝালকাঠির পূর্ব চাদকাঠি এলাকার বাসিন্দা।
কক্সবাজার ১৭ বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল খালেকুজ্জামান বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, রামুর হিমছড়ি পাহাড়ে অবৈধভাবে মালেশিয়াগামীরা জড়ো হচ্ছে এমন খবরের ভিত্তিতে সুবেদার নুরুল ইসলামের নেতৃত্বে ১৯ সদস্যের একটি টিম অভিযানে যায়। কক্সবাজার ও ইনানী বিচের মাঝামাঝি হিমছড়ি পাহাড়ের কাছে গেলে তিনটি বন্য হাতির আক্রমণের মুখে পড়ে দলটি।
তিনি জানান, হাতিগুলো বিজিবি সদস্যদের গাড়িতে ও পাহাড়ের পাশে অবস্থিত বাড়িতে হামলা চালায়। এ সময় সবাই নিরাপদ দূরত্বে সরে গেলেও হাবিবুর রহমান হাতির পায়ের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।
তিনি আরো জানান, তার মৃতদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।