ঢাবি : প্রবল বর্ষণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মাস্টার দা সূর্যসেন হলের পুরাতন রেলিং ভেঙ্গে দু’জন আহত হয়েছে।
পরে তাদেরকে প্রাথমিক চিকিৎসার জন্য বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে।
বুধবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে একজন দোকান কর্মচারী রয়েছে বলে জানা গেছে।
আহত শাহ পরান হলেন একজন দোকান কর্মচারী। এঘটনা আহত অপরজন হলের আবাসিক ছাত্র বলে জানা গেছে। তবে তার পরিচয় পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকাল পৌনে ১০টার দিকে প্রবল বর্ষণ হয়। এতে হলের ক্যান্টিনের সামনের অনেক দিনের পুরাতন রেলিং ক্ষয়প্রাপ্ত হয়ে ধ্বসে পড়ে যায়। এসময় সেখানে অবস্থানরত এক ছাত্র ও এক দোকান কর্মচারী আহত হয়।
হলের প্রভোস্ট অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল জানান, পুরাতন রেলিং ভেঙ্গে দু’জন আহত হয়েছে। তবে তাদেরকে প্রাথমিক চিকিৎসার জন্য বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান