ঢাকা : সিটি নির্বাচন থেকে বিএনপির সরে আসার কোন প্রশ্নই আসেনা বলে জানিয়েছেন বিএনপিপন্থী শত নাগরিক কমিটির নেতৃত্বদানকারী ঢাবির সাবেক ভিসি প্রফেসর ড. এমাজউদ্দীন আহমদ।
মঙ্গলবার রাতে বিএনপি চেয়ারপরসনের গুলশান কার্যালয়ে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, প্রার্থীরা সুষ্ঠুভাবে প্রচারণা যাতে চালাতে পারে আশা করবো এ ব্যাপারে নির্বাচন কমিশন ইতিবাচক ভূমিকা রাখবে।
আসামিদের গ্রেফতারে ইসির অনুমতি লাগবে না নির্বাচন কমিশনের এমন বক্তব্যের প্রেক্ষিতে তিনি বলেন, সব কিছু আইন অনুযায়ী হবে বলেই আশা রাখছি।
এমাজউদ্দীন আরো বলেন, নির্বাচন কমিশন যদি সুষ্ঠু ও নিরপেক্ষতা বজায় রাখতে না পারে তাহলে জনগণ তাদের ধিক্কার জানাবে।