ডেস্ক : ফের বাংলাদেশের ‘ভিন্ন মতের সাংবাদিক ও বুদ্বিজীবীদের ওপর হামলার’ ঘটনায় গভীর উদ্বিগ্ন জাতিসংঘ। পাশাপাশি ব্লগার ওয়াশিকুর রহমান হত্যার ঘটনায় গভীর শোক, সমবেদনা ও উদ্বেগ জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও ফ্রান্স।
গতকাল মঙ্গলবার ঢাকায় মার্কিন দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে ওয়াসিকুর রহমানের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলা হয়, তার হত্যাকা-ের ঘটনায় যুক্তরাষ্ট্র গভীরভাবে শোকাহত।
এ ধরনের বর্বর ঘটনার ক্ষেত্রে ছাড় দেয়ার কোন সুযোগ নেই। এ ধরনের ঘটনা বিশ্বজনীন মানবাধিকার ও মত প্রকাশের স্বাধীনতার ওপর আঘাত। বাংলাদেশে ধর্মীয় অসহিষ্ণুতা ও সহিংসতার বিরুদ্ধে লড়াই করছে এমন মানুষের পাশে যুক্তরাষ্ট্র সব সময় রয়েছে। এদিকে ঢাকাস্থ ফ্রান্স দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে এ ঘটনার নিন্দা জানিয়ে বলা হয়, ব্লগার অভিজিৎ হত্যার এক মাসের মধ্যে এ ধরনের ঘটনা ঘটেছে। কর্তৃপক্ষকে এ বিষয়ে তদন্ত করতে হবে। অনলাইনসহ মত প্রকাশের স্বাধীনতা রায় ফ্রান্সের অবস্থানের কথাও পুনর্ব্যক্ত করা হয়েছে বিজ্ঞপ্তিতে।
প্রায় এক মাসের কাছাকাছি সময়ে বাংলাদেশে সন্ত্রাসীদের হাতে খুন হলেন দুজন ব্লগার। এর আগে নিহত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হুমায়ূন আজাদ। এসব নিয়ে জাতিসংঘ মহাসচিব বান কি মুনের মুখপাত্র ফারহান হকের কাছে সাংবাদিকরা নিয়মিত ব্রিফিংয়ের সময় প্রশ্ন তোলেন। তার জবাবে ফারহান হক ওই উদ্বেগের কথা জানান। তিনি বলেন, বিভিন্ন পর্যায়ের সাংবাদিক ও অন্য বুদ্ধিজীবীদের ওপর হামলা হচ্ছে। এটা ভয়াবহ এক উদ্বেগের বিষয়। এতে তিনি আরও বলেন, বাংলাদেশে নাগরিকদের মত প্রকাশের অধিকারসহ তাদের মৌলিক অধিকারের প্রতি সম্মান দেখানোর আহ্বান জানিয়ে আসছে জাতিসংঘ। তার কাছে এক সাংবাদিক জানতে চান- এই পর্যায়ে জাতিসংঘের কোন শীর্ষ স্থানীয় কর্মকর্তা সংলাপের জন্য বাংলাদেশ সফরে যাবেন কিনা। জবাবে তিনি বলেন, এ পর্যায়ে কোন উচ্চপদস্থ কর্মকর্তা বাংলাদেশ সফরে যাবেন কিনা তা আমার জানা নেই। তবে আমাদের উদ্বেগের বিষয়ে আমরা সচেতন। এখানে ওই ব্রিফিং প্রশ্ন- উত্তর আকারে তুলে ধরা হলো:
প্রশ্ন: বাংলাদেশ নিয়ে আমার প্রশ্ন। ওয়াসিকুর রহমান নামে আরও একজন ব্লগারকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ বিষয়ে জাতিসংঘের কি কোন প্রতিক্রিয়া আছে? এ সম্পর্কিত আরও একটি বিষয়, বাংলাদেশে সংলাপের জন্য জাতিসংঘের সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকো অথবা জেফ্রে ফেল্টম্যান অথবা জাতিসংঘের কোন কর্মকর্তার কোন উদ্যোগ আছে কিনা?
উত্তর: এ পর্যায়ে উচ্চপর্যায়ের কোন কর্মকর্তার বাংলাদেশ সফরের বিষয়ে আমার কাছে কোন তথ্য নেই। তবে আমাদের উদ্বেগের বিষয়ে আপনি জানেন। অবশ্যই বাংলাদেশের নাগরিকদের মত প্রকাশের স্বাধীনতাসহ তাদের মৌলিক অধিকারের প্রতি সম্মান দেখানোর আহ্বান আমরা অব্যাহতভাবে জানিয়ে যাচ্ছি। বিভিন্ন পর্যায়ের সাংবাদিক ও বিভিন্ন পর্যায়ের বোদ্ধাদের ওপর হামলা হয়েছে এটা ভয়াবহ এক উদ্বেগের বিষয়।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান