পূর্বাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪, ২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo শিক্ষক কর্মচারীেদর বিএনপির পাশে থাকুকার আহ্বান – অধ্যক্ষ সেলিম ভুইয়া Logo রিক্সা চালককে পায়ে রশি বেঁধে ঝুলিয়ে মারপিটে আহত রিক্সা চালকের মৃত্যু Logo দ্রুত নির্বাচন দিয়ে জনগণের প্রত্যাশা পূরণ করুন -অধ্যক্ষ সেলিম ভূইয়া Logo বগুড়ায় লেখক চক্র পুরস্কার পাচ্ছেন এবার ৬ জন Logo রংপুর বিভাগীয় পর্যায়ে হাতের লেখা প্রতিযোগীতায় ১ম স্থান লালমনিরহাটের শিবরাম!  Logo পাটগ্রাম  উপজেলা পরিষদের  পক্ষ থেকে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে  বাইসাইকেল বিতরণ Logo মেয়েকে হত্যা করে মায়ের আত্মহত্যা মরদেহের পাশ থেকে চিরকুট উদ্ধার Logo বগুড়ায় মাকে হত্যার দায়ে ছেলে সাদ ৩ দিনের রিমান্ডে Logo জমা টাকার বদলে হুমকি অভিযোগের ৭দিন পরেও ব্যবস্থা নেয়নি সমবায় দপ্তর Logo জোয়ারসাহারায় বিআরটিএ এর ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা কেন্দ্র পরিদর্শন বিপ্লবী ছাত্র জনতার

আইনি বাধা থাকলেও চট্টগ্রামে দলীয় প্রার্থীর পক্ষে বৈঠক করলেন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা

চট্টগ্রাম : ন্ত্রী-প্রতিমন্ত্রীদের নির্বাচনী প্রচারণায় অংশ নেয়ার ক্ষেত্রে আইনি বাধা থাকলেও চট্টগ্রামে দলীয় প্রার্থীর পক্ষে নির্বাচনী কৌশল নির্ধারণের একটি বৈঠকে অংশ নিয়েছেন একজন মন্ত্রী এবং দুই প্রতিমন্ত্রী।

গতকাল (মঙ্গলবার) দুপুরে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশারফ হোসেনের মালিকানাধীন জিইসি মোড়ের হোটেল পেনিনসুলায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের খবর পেয়ে সাংবাদিকরা সেখানে প্রবেশ করতে চাইলেও তাদের যেতে দেয়া হয়নি।

বৈঠকে ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন ছাড়াও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর, ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, নগর আওয়ামী লীগের সহসভাপতি নুরুল ইসলাম বিএসসি, সংসদ সদস্য মাঈনুদ্দিন খান বাদল, এম এ লতিফ, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবদুচ ছালামসহ অন্তত ২০ জন নেতা উপস্থিত ছিলেন।

দলীয় প্রার্থীর পক্ষে মন্ত্রী-প্রতিমন্ত্রীর প্রচারণার বিষয়ে চট্টগ্রামের রিটার্নিং অফিসার আবদুল বাতেন কিছুই জানেন না বলে জানান। তিনি বলেন, অভিযোগ সত্যি হলে অবশ্যই আওয়ামী লীগ প্রার্থীর বিষয়ে ব্যবস্থা নেয়া হবে।

হোটেল পেনিনসুলার একটি সূত্র জানায়, চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আ জ ম নাছির উদ্দিনকে জেতাতেই এ বৈঠকের আয়োজন করেন নগর শাখার নেতারা। এতে করণীয় নির্ধারণ করতে প্রভাবশালী সব মন্ত্রী-এমপিকে দাওয়াত দেয়া হয়।

খবরটি বৈঠক শুরু হওয়ার আগ পর্যন্ত গোপন রাখেন আওয়ামী লীগ নেতারা। দুপুরের পর তা ফাঁস হয়ে যায়। বৈঠকে আ জ ম নাছিরের সঙ্গে নগর আওয়ামী লীগের একাংশের দ্বন্দ্ব নিরসনের কথা তুলেন উপস্থিত নেতারা।

বৈঠকে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থীর পক্ষে নেতা-কর্মীদের কাজ করার আহ্বান জানিয়ে চট্টগ্রামে রুদ্ধদ্বার বৈঠকে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন বলেছেন, ‘তিনটি সিটি করপোরেশনে অবশ্যই যেকোনো প্রকারে হোক আমাদের জিততে হবে।

তিনি আরো বলেন, ‘আমরা কিন্তু বিগত কয়েকটি সিটি নির্বাচনে পরাজিত হয়েছি। এখন তিনটি সিটি করপোরেশনে আমাদের অবশ্যই যেকোনো প্রকারে হোক জিততে হবে। জিততে হবে এ জন্য যে, ১৫০ জন পেট্রলবোমায় নিহত হয়েছে। যদি পরাজিত হই তাহলে পেট্রলবোমার রাজনীতি প্রতিষ্ঠিত হয়ে যাবে।এই রাজনীতি কেউ পছন্দ করছে না। তিন সিটি করপোরেশনে আমাদের জিততে হবে।

সভায় তিনি আরো বলেন, ‘সব ভোটারের কাছে যেতে হবে। অনেকে বলেন, এরা আমাদের রিজার্ভ ভোট, ওখানে না গেলেও চলবে। কিন্তু প্রত্যেকের কাছে যেতে হবে। প্রত্যেকের কাছে গেলে তাঁরা ভোট কনফার্ম(নিশ্চিত) করবেন। প্রত্যেকে মনে করবেন যে, নিজেই প্রার্থী। আমাকে জয়যুক্ত হতে হবে।’ মন্ত্রীর বক্তব্যের রেকর্ড প্রথম আলোর কাছে রয়েছে।

উল্লেখ,চট্টগ্রামে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি সমর্থিত তিন মেয়র প্রার্থীকে আচরণবিধি লঙ্ঘনের অভিযাগে গত সোমবার কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন।

Tag :
জনপ্রিয় সংবাদ

শিক্ষক কর্মচারীেদর বিএনপির পাশে থাকুকার আহ্বান – অধ্যক্ষ সেলিম ভুইয়া

আইনি বাধা থাকলেও চট্টগ্রামে দলীয় প্রার্থীর পক্ষে বৈঠক করলেন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা

আপডেট টাইম : ০৩:৪৫:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০১৫

চট্টগ্রাম : ন্ত্রী-প্রতিমন্ত্রীদের নির্বাচনী প্রচারণায় অংশ নেয়ার ক্ষেত্রে আইনি বাধা থাকলেও চট্টগ্রামে দলীয় প্রার্থীর পক্ষে নির্বাচনী কৌশল নির্ধারণের একটি বৈঠকে অংশ নিয়েছেন একজন মন্ত্রী এবং দুই প্রতিমন্ত্রী।

গতকাল (মঙ্গলবার) দুপুরে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশারফ হোসেনের মালিকানাধীন জিইসি মোড়ের হোটেল পেনিনসুলায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের খবর পেয়ে সাংবাদিকরা সেখানে প্রবেশ করতে চাইলেও তাদের যেতে দেয়া হয়নি।

বৈঠকে ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন ছাড়াও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর, ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, নগর আওয়ামী লীগের সহসভাপতি নুরুল ইসলাম বিএসসি, সংসদ সদস্য মাঈনুদ্দিন খান বাদল, এম এ লতিফ, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবদুচ ছালামসহ অন্তত ২০ জন নেতা উপস্থিত ছিলেন।

দলীয় প্রার্থীর পক্ষে মন্ত্রী-প্রতিমন্ত্রীর প্রচারণার বিষয়ে চট্টগ্রামের রিটার্নিং অফিসার আবদুল বাতেন কিছুই জানেন না বলে জানান। তিনি বলেন, অভিযোগ সত্যি হলে অবশ্যই আওয়ামী লীগ প্রার্থীর বিষয়ে ব্যবস্থা নেয়া হবে।

হোটেল পেনিনসুলার একটি সূত্র জানায়, চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আ জ ম নাছির উদ্দিনকে জেতাতেই এ বৈঠকের আয়োজন করেন নগর শাখার নেতারা। এতে করণীয় নির্ধারণ করতে প্রভাবশালী সব মন্ত্রী-এমপিকে দাওয়াত দেয়া হয়।

খবরটি বৈঠক শুরু হওয়ার আগ পর্যন্ত গোপন রাখেন আওয়ামী লীগ নেতারা। দুপুরের পর তা ফাঁস হয়ে যায়। বৈঠকে আ জ ম নাছিরের সঙ্গে নগর আওয়ামী লীগের একাংশের দ্বন্দ্ব নিরসনের কথা তুলেন উপস্থিত নেতারা।

বৈঠকে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থীর পক্ষে নেতা-কর্মীদের কাজ করার আহ্বান জানিয়ে চট্টগ্রামে রুদ্ধদ্বার বৈঠকে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন বলেছেন, ‘তিনটি সিটি করপোরেশনে অবশ্যই যেকোনো প্রকারে হোক আমাদের জিততে হবে।

তিনি আরো বলেন, ‘আমরা কিন্তু বিগত কয়েকটি সিটি নির্বাচনে পরাজিত হয়েছি। এখন তিনটি সিটি করপোরেশনে আমাদের অবশ্যই যেকোনো প্রকারে হোক জিততে হবে। জিততে হবে এ জন্য যে, ১৫০ জন পেট্রলবোমায় নিহত হয়েছে। যদি পরাজিত হই তাহলে পেট্রলবোমার রাজনীতি প্রতিষ্ঠিত হয়ে যাবে।এই রাজনীতি কেউ পছন্দ করছে না। তিন সিটি করপোরেশনে আমাদের জিততে হবে।

সভায় তিনি আরো বলেন, ‘সব ভোটারের কাছে যেতে হবে। অনেকে বলেন, এরা আমাদের রিজার্ভ ভোট, ওখানে না গেলেও চলবে। কিন্তু প্রত্যেকের কাছে যেতে হবে। প্রত্যেকের কাছে গেলে তাঁরা ভোট কনফার্ম(নিশ্চিত) করবেন। প্রত্যেকে মনে করবেন যে, নিজেই প্রার্থী। আমাকে জয়যুক্ত হতে হবে।’ মন্ত্রীর বক্তব্যের রেকর্ড প্রথম আলোর কাছে রয়েছে।

উল্লেখ,চট্টগ্রামে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি সমর্থিত তিন মেয়র প্রার্থীকে আচরণবিধি লঙ্ঘনের অভিযাগে গত সোমবার কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন।