নোয়াখালী : নোয়াখালীর চৌমুহনী রেলওয়ে স্টেশনে ‘সমতল এক্সপেস’ নামের একটি ট্রেনের টয়লেট থেকে ভারতীয় জিরাসহ কোহিনুর আক্তার(৩৫) নামের এক নারীকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে তাকে আটক করা হয়। আটককৃত কোহিনুর আক্তার কুমিল্লার লাকসাম উপজেলার পেয়ারপুরগ্রামের বিল্লাল হোসেনের স্ত্রী।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রাতে সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ড. রহিমা খাতুনের নেতৃত্বে লাকসাম থেকে ছেড়ে আসা ‘সমতল এক্সপেস’ ট্রেনে সোনাইমুড়ী স্টেশনে অভিযান চালানো হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে অবৈধ পথে ভারত থেকে আনা বিপুল পরিমাণ জিরা রেখে ট্রেনের টয়লেটে ডুকে ভিতর থেকে হুক লাগিয়ে দেয় কোহিনুর আক্তার। পরে ট্রেনটি সোনাইমুড়ী স্টেশন থেকে ছেড়ে যাওয়ার সময় টয়লেটের বাহিরে তালা লাগিয়ে দিয়ে বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি অবগত করেন সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা। ট্রেনটি চৌমুহনী স্টেশনে পৌঁছলে বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাহিদা হাবিবার নেতৃত্বে ট্রেনের ওই টয়লেট থেকে ভারতীয় জিরাসহ কোহিনুরকে আটক করে ভ্রাম্যমাণ আদালত। এ সময় তার কাছ থেকে ৪০০ কেজি জিরা উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কোহিনুর আক্তারকে ৩ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাহিদা হাবিবা এই বিষয়টি নিশ্চিত করে জানান, সাজা প্রাপ্ত নারী পুলিশ হেফাজতে রয়েছে। উদ্ধারকৃত জিরাগুলো নিলামে বিক্রি করা হবে।