আর্ন্তজাতিক ডেস্ক : ভিয়েনা কনভেনশন বা আন্তর্জাতিক কোন নীতিই মানছে না ইসরাইল। হাসপাতালের পর এবার মুসলমানদের পূণ্য স্থান মসজিদেও বর্বর হামলা চালিয়েছে ইসরাইলী বাহিনী। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলের বর্বর আগ্রাসনে টানা দু সপ্তাহে ৬০০ জনের বেশী ফিলিস্তিনি গণহত্যার শিকার হয়েছে। আহত হয়েছেন ৩ হাজার ৫০০ জন। যাদের বেশির ভাগই হচ্ছে বেসামরিক নারী, শিশু ও বয়স্ক মানুষ। এছাড়া, অন্তত চারটি হাসপাতাল, ৩৪টি মসজিদ ও বহু শিক্ষাপ্রতিষ্ঠান ধ্বংস করেছে ইহুদিবাদী ইসরাইলি বাহিনী।
ইসরাইলি আগ্রাসনের কারণে অভ্যন্তরীণভাবে উদ্বাস্তু হয়েছেন গাজার এক লাখ মানুষ। ইসরাইলি বাহিনী গত দুই সপ্তাহে প্রায় ৩ হাজার বার বিমান হামলা চালিয়েছে। সোমবারও মধ্য গাজার একটি হাসপাতলের ওপর বোমা বর্ষণ করেছে। এতে শহীদ হয়েছেন অন্তত পাঁচজন এবং আহত হন ৪০ জন। গাজার অধিবাসীদের বিরাট অংশ ইসরাইলি আগ্রাসনের মুখে পানির কষ্টে পড়েছে। এছাড়া, ২৪ ঘণ্টায় মাত্র চার ঘণ্টা বিদ্যুতের সুবিধা পাচ্ছেন তারা।
এদিকে, হামাসের হাতে ইসরাইলের সেনাবাহিনী অনেকটা পর্যুদস্ত হয়েছে। এরইমধ্যে ইসরাইলর হিসাব মতে ইসরাইলি বাহিনীর সেনা নিহত হয়েছে ২৭ জন। তবে হামাসের হিসাবে এ সংখ্যা ৪২। এছাড়া, কয়েকজন বেসামরিক মানুষও মারা গেছে। তবে, ইসরাইলের রাষ্ট্রীয় গোপনীয়তার কারণে হতাহত ও ক্ষয়ক্ষতির প্রকৃত তথ্য পাওয়া যাচ্ছে না।
গাজায় যুদ্ধবিরতি কার্যকরে কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করা হয়েছে। যুদ্ধবিরতি নিয়ে দোহা ও কায়রোতে আলোচনা চলছে। মিসরের রাজধানী কায়রোতে জাতিসংঘের মহাসচিব বান কি মুনের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। গাজায় হতাহতের ঘটনায় যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। তবে তিনি ইসরায়েলের সামরিক অভিযানের প্রতি সমর্থন জানিয়েছেন। একই সঙ্গে কেরি বলেছেন, গাজায় সৃষ্ট মানবিক সংকট মোকাবিলায় চার কোটি সাত লাখ মার্কিন ডলার সহায়তা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। এদিকে যুদ্ধবিরতি প্রচেষ্টার অংশ হিসেবে ফিলিস্তিনি ঐক্য সরকারের প্রধান মাহমুদ আব্বাস কাতার গেছেন হামাস নেতা খালেদ মাশআলের সঙ্গে আলোচনার জন্য।
ফিলিস্তিন অধ্যুষিত গাজায় নিহতের সংখ্যা যখন প্রায় ৬০০, তখন ইসরাইলের বর্বর হামলাকে সমর্থন জানালেন সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনভিত্তিক সংবাদ সংস্থা পলিটিকো এ খবর দিয়েছে। তিনি বলেন, হামাসের প্ররোচণায় ইসরাইল সামরিক হামলা চালাতে বাধ্য হয়েছে। ইসরায়েলের আত্মরক্ষার অধিকার আছে মন্তব্য করে তিনি বলেন, হামলার শিকার হলে যে কোন রাষ্ট্রকেই আত্মরক্ষা করতে হয় এবং এরপর আমরা অন্য যে কোন সহিংসতার মতো দুর্ভাগ্যজনক পরিণতি দেখছি। যেখানে নিরীহ মানুষ ক্রসফায়ারের শিকার হচ্ছেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান