ঢাকা : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন দেশের মানুষ তত্ত্বাবধায়ক সরকার চাইলে অবশ্যই তাদের রায় পূরণ হবে।
মঙ্গলবার বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মুক্তিযোদ্ধা পেশাজীবী ঐক্য মঞ্চ আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়া বলেছিলেন- তিনি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চান। যদি আপনার চাওয়া-পাওয়ার সঙ্গে জনগণের কোনো সম্পর্ক থাকে এবং দেশের মানুষ মনে করলে অবশ্যই এ দেশে তাদের রায় বাস্তবায়ন হবে।’
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উদ্দেশ্য করে সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, ‘আপনি নির্বাচন চান, গণতন্ত্র চান? দেখে তো মনে হয় না। আপনার আচরণে মনে হয় না। আসলে আপনি ছলে-বলে কৌশলে অবৈধভাবে রাষ্ট্র ক্ষমতা দখল করতে চান।’
স্থানীয় সরকার মন্ত্রী বলেন, ‘কিসের জন্য জ্বালাও-পোড়াও? কিসের জন্য মানুষ পুড়িয়ে মারা হচ্ছে? পরীক্ষার সঙ্গে রাজনীতির কী সম্পর্ক? শ্রমিক-কৃষক তাদের কথা তো একবারও বলেননি। যতো মানুষ পুড়িয়ে মারা হচ্ছে তারা সবাই কী আওয়ামী লীগের? সেখানে কী বিএনপির লোক নেই?’
মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান মে. জে. (অব.) হেলাল মোর্শেদ খানের সভাপতিত্বে সমাবেশে আরো উপস্থিত ছিলেন নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, অর্থনীতিবিদ ড. কাজী খলিকুজ্জামান, ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের সভাপতি এ কেএম হামিদ, মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ডের মহাসচিব আবদুল মতিন প্রমুখ।