রাজশাহী : রাজশাহী নগরীতে মাহবুবুর রহমান নামের এক বিদ্যালয় শিক্ষককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শিক্ষকের বাসায় এবারের এসএসসি পরীক্ষার ব্যবহারিকের প্রশ্নপত্র পাওয়ায় মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুল আরেফিন এ দণ্ডাদেশ দেন।
মাহবুবুর রহমান নগরীর কোর্ট মডেল উচ্চবিদ্যালয়ের শরীরচর্চা বিষয়ের শিক্ষক। এর আগে দুপুরে নিজ বাসা থেকে ওই শিক্ষককে আটক করে মহানগর পুলিশের গোয়েন্দা শাখার সদস্যরা। এসময় সেখান থেকে শরীরচর্চা বিষয়ের ব্যবহারিক পরীক্ষার বেশ কিছু প্রশ্নপত্র উদ্ধার করা হয়।
মহানগর পুলিশের মুখপাত্র ও গোয়েন্দা শাখার সহকারী কমিশনার ইফতে খায়ের আলম এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শিক্ষকের বাসায় অভিযান চালায় পুলিশ। এসময় সেখান থেকে সিলগালা ছাড়াই বেশকিছু প্রশ্নপত্র উদ্ধার করা হয়।
বিধি অনুযায়ী ওই প্রশ্নপত্রগুলো বিদ্যালয়ে সিলগালা অবস্থায় থাকার কথা ছিলো। কিন্তু ওই শিক্ষক বিধি ভঙ্গ করে প্রশ্নপত্রগুলো নিজ বাসায় অরক্ষিত অবস্থায় রেখেছিলেন বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান