চট্রগ্রাম : বকেয়া বেতনের দাবিতে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরীর দেওয়ানহাট মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে ক্রিসল্যান্ড সুয়েটার লিমিটেডের শ্রমিকরা। এসময় তারা কারখানার গ্লাসও ভাংচুর করে।
পুলিশ জানিয়েছে, কারখানাটির জুলাই মাসের বেতন বকেয়া ছিল। মালিক পক্ষ থেকে শ্রমিকদের আজকে বেতন পরিশোধ করার কথা ছিল। সন্ধ্যায় মালিক পক্ষ থেকে টাকা জোগার করতে না পারার কথা জানালে শ্রমিকরা কারখানা থেকে বেরিয়ে পড়ে। সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত তারা কারখানার সামনে অবস্থান নেয়। হঠাৎ করে তারা দেওয়ানহাট মোড়ে এসে সড়ক অবরোধ করে।
ঘটনাস্থলে শিল্প পুলিশ ও ডবলমুরিং থানা পুলিশ উপস্থিত রয়েছে। শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।
অবরোধের কারণে নগরীর প্রধান সড়ক শেখ মুজিব রোডে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।