ঢাকা: ঢাকার দুই সিটিতে বিএনপি কাদের সমর্থন দেবে তা আগামী ২ এপ্রিলের মধ্যেই চূড়ান্ত করবেন খালেদা জিয়া। একই সঙ্গে সিটি করপোরেশন নির্বাচনে সরকার সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করছে কিনা সেদিকে লক্ষ্য রাখছেন তিনি।
সোমবার রাতে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে সাক্ষাত শেষে সাংবাদিকদের এসব কথা জানান সম্মিলিত পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক সাংবাদিক রুহুল আমিন গাজী।
খালেদা জিয়ার বরাত দিয়ে তিনি বলেন, সিটি নির্বাচনে বিএনপি এখনো কোনো প্রার্থীকে সমর্থন দেয়নি।
এর আগে সোমবার সন্ধ্যা সাতটা ৫০ মিনিটের দিকে সম্মিলিত পেশাজীবী পরিষদের নেতারা বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে প্রবেশ করেন।
এ প্রতিনিধি দলে অন্যান্যদের মধ্যে ছিলেন- বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি শওকত মাহমুদ, সাধারণ সম্পাদক এমএ আজিজ, ডিইউজে’র সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান ও জাতীয় সাংস্কৃতিক জোটের সভাপতি রফিকুল ইসলাম প্রমুখ।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান