ঢাকা: বেতন কমিশনের সুপারিশ বাস্তবায়নের পদ্ধতি নির্ধারণে ‘পর্যালোচনা প্রতিবেদন’ দেয়ার সময় আরো এক দফা বাড়ল। কমিটিকে নতুন করে আরো ৮ সপ্তাহ সময় দেয়া হয়েছে।
সোমবার মন্ত্রিপরিষদ বিভাগ সময় বৃদ্ধির বিষয়ে একটি আদেশ জারি করে।
নতুন করে সময় বাড়ানোর কারণে কমিটিকে আগামী ১৩ মের মধ্যে বেতন ও চাকরি কমিশনের ‘প্রতিবেদন পর্যালোচনা’ করে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
কমিটির আবেদনের পরিপ্রেক্ষিতে এ নিয়ে দুই দফা সময় বাড়ান হল।
গত ২১ ডিসেম্বর অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কাছে প্রতিবেদন তুলে দেন ‘জাতীয় বেতন ও চাকরি কমিশন ২০১৩’ এর চেয়ারম্যান মোহাম্মদ ফরাসউদ্দিন।
বেতন কমিশনের ‘প্রতিবেদন পর্যালোচনা’ কমিটির অন্য সদস্যদের মধ্যে রয়েছেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব, অর্থ বিভাগের সিনিয়র সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব। কমিটিকে এ বিষয়ের সাচিবিক সহায়তা দিচ্ছে অর্থমন্ত্রণালয়ের অর্থবিভাগ ।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান