ঢাকা : নিবন্ধন সনদ ছাড়া যুব সংগঠন পরিচালনার অপরাধে ৬ মাসের কারাদ- ও ৫০ হাজার টাকা জরিমানার বিধান রেখে একটি বিল পাস করা হয়েছে।
‘যুব সংগঠন (নিবন্ধন ও পরিচালনা) বিল-২০১৫’ নামে সংশোধিত আকারে এ বিল পাস করা হয়।
সোমবার রাতে জাতীয় সংসদে বিলটি পাসের জন্য উত্থাপন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার। যদিও বিলের ওপর কতিপয় সংশোধনী আনেন একাধিক সংসদ সদস্য।
বিলে উল্লেখিত বিধান কার্যকর হওয়ার পর অন্য কোনো আইনে যুব সংগঠন নিবন্ধন করা যাবে না বলে বিধান করা হয়েছে। বিলের বিধান কার্যকর হওয়ার পর পরবর্তী ৬ মাসের মধ্যে নির্ধারিত ফরমে নিবন্ধন কর্তৃপক্ষের কাছ থেকে স্বীকৃতি পত্র নিতে হবে।
বিলে যুবসংগঠনের নিবন্ধনের প্রক্রিয়া, যুব সংগঠনের নিবন্ধনের শর্তাবলী, নিবন্ধন বাতিল, সংগঠনের বিলুপ্তি, কার্যক্রম পরিচালনা, গঠনতন্ত্র ও এর সংশোধন, নির্বাহী পরিষদ বাতিল, স্বেচ্ছা অবসায়ন, জাতীয় যুব কাউন্সিল গঠন, অপরাধ ও দ-সহ সংশ্লিষ্ট বিষয়ে সুনির্দিষ্ট বিধান করা হয়েছে।
জাতীয় পার্টির এম এ হান্নান, স্বতন্ত্র সদস্য হাজী মো. সেলিম, বেগম মাহজাবিন মোরশেদ, আব্দুল মতিন বিলের উপর জনমত যাচাইবাছাই কমিটিতে প্রেরণ ও সংশোধনী প্রস্তাব আনেন।
এর মধ্যে হাজী মো. সেলিমের একটি সংশোধনী গ্রহণ করা হয়। বাকি সংশোধনীগুলো কণ্ঠভোটে নাকচ হয়ে যায়।