চট্টগ্রাম : নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগের সত্যতা পাওয়ায় চট্টগ্রমের তিন মেয়র প্রার্থী নাগরিক কমিটির আজম নাসির উদ্দিন, চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের মনজুর আলম ও সোলায়মান শেঠকে ব্যাখ্যা চেয়ে নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন।
সোমবার তাদেরকে এই নোটিশ দেন নির্বাচন কমিশনের রিটার্নিং অফিসার আবদুল বাতেন। নোটিশে আগামী সাত দিনের মধ্যে জবাব দেয়ার সময়সূচি বেঁধে দেওয়া হয়েছে আজম নাসির ও মনজুর আলমকে।
তফসিল অনুযায়ী নির্বাচনী প্রচরণার সময়ের আগে নির্বাচনী কার্যালয় উদ্বোধন করে আচরণবিধি লঙ্ঘন করায় গত ২৮ মার্চ নাগরিক কমিটির পক্ষ থেকে নির্বাচন কমিশনের মনজুর আলমের বিরুদ্ধে লিখিত অভিযোগ করা হয় এবং রোববার মনোনয়নপত্র জমা দিতে এসে চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের নেতৃবৃন্দ আজম নাসির উদ্দিনের পক্ষে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন নির্বাচনী প্রচারণা চালানোর অভিযোগ করে কমিশনে।
এদিকে আচরণবিধি লঙ্ঘন করে নির্বাচনী অফিস উদ্বোধন ও পোস্টার লাগানোয় সোলায়মান শেঠকে নোটিশ দেয়া হয়েছে।
নির্বাচন কমিশন অভিযোগের সত্যতা পাওয়ায় প্রার্থীদেরকে নোটিশ পাঠিয়েছেন বলে নির্বাচন কমিশন সূত্রে জানা যায়।
উল্লেখ্য, নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী আগামী ৭ এপ্রিলের আগে কোন প্রার্থী নির্বাচনী প্রচারণা চালাতে পারবেনা।