বাংলার খবর২৪.কম: পিনাক-৬ লঞ্চের মালিক আবু বকর সিদ্দিক এবং তার ছেলে লিমনের মুক্তির দাবিতে সোমবার থেকে সারা দেশে অনির্দিষ্টকালের লঞ্চ ধর্মঘটে যাবার হুমকি দিয়েছে লঞ্চ মালিকদের সংগঠন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল সংস্থা (যাপ)।
বৃহস্পতিবার সংস্থার কার্যালয়ে আয়োজিত জরুরি সাধারণ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
যাপের সভাপতি এসপি মাহবুব বলেছেন, এই লঞ্চ দুর্ঘটনার জন্য মালিকরা দায়ী নন। বছরের পর বছর লঞ্চগুলো চলছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিয়েই। লঞ্চ তৈরির নির্মাণ-নকশা, ফিটনেস এবং রুটে কীভাবে চলাচল করে তার দায়-দায়িত্ব বিআইডব্লিউটিএ এবং সমুদ্র পরিবহণ অধিদপ্তরের। যদি লঞ্চ দুর্ঘটনার জন্য মালিকদের বিচার করতে হয়, তাহলে ওই সংস্থাগুলোর সংশ্লিষ্টদেরও আইনের আওতায় আনতে হবে।
তবে ধর্মঘটে যাবার আগে যাপের নেতারা রবিবার নৌ-মন্ত্রী শাহাজান খানের সঙ্গে বৈঠক করবেন। বৈঠকে সন্তোষজনক কোনো সমাধান না হলে এ ধর্মঘট শুরু হবে।