রাজশাহী : মাদক ব্যবসায় কেউ কেউ হয়ে যাচ্ছে রাতারাতি কোটিপতি আবার কেউ কেউ হয়ে যাচ্ছে নেশাগ্রস্থ চোর, ছিনতাইকারী, পকেটমার এবং সমাজের অবহেলিত মানুষ। অনুসন্ধানে উঠে এসেছে এমনই কিছু মাদক ব্যবসায়ীর নাম। মাদকের কথা উঠলে যার নাম না বললেই নয়, মাত্র কয়েকমাস আগের ব্যবধানে ৭০/৮০ লক্ষ টাকা খরচ করে বাড়ী করায় সমালোচনায় উঠে আসে জুয়েল্ল্যা থেকে মাদক সম্রাট জুয়েল (জুয়াড়ী)। পিতাঃ সাইফুল হিরোইনচি নামে পরিচিত। দুই ভাই আর মাকে নিয়ে নানা টানাপোড়নে চলত তাদের সংসার। নাম প্রকাশে অনিচ্ছুক তারই একজন ঘনিষ্ট সহযোগী আমাদেরকে জানায় আজ থেকে ১৫/১৬ মাস আগে সংসারের অভাবের তাড়নায় সিরাজগঞ্জ খান বোর্ডিং, বিসমিল্লাহ হোটেলে বয়ের চাকুরী নেয় এই জুয়েল। এই ভাবেই শুরু হয় তার জীবন যাত্রা। রাজশাহীর গোদাগাড়ীর রেলবাজারে বাড়ী হওয়ায় সিরাজগঞ্জের স্থানীয় মাদক ব্যবসায়ীদের নজরে পড়ে জুয়েল। শুরু হয় তার মাদকের সাম্রাজ্য। এরই ধারাবাহিকতায় ২০১৩ সালের মার্চ মাসে নাটরে ডিবি পুলিশের হাতে ২শ গ্রাম হেরোইন সহ ধরা পড়ে সে। পরবর্তীতে টাকার জোরে ছাড়া পেয়েও যায়। পুনঃরায় শুরু হয় মাদকের চোরাচালান, এরই ৩ মাস পর আবারো ২০১৩ সালের জুন মাসে যাত্রাবাহী হানিফ পরিবহনে ৩শ গ্রাম হেরোইন সহ ধরা খেয়েও পার পেয়ে যায় এই জুয়েল। ধরা পড়ার পর কোণঠাসা হয়ে পড়ায় তার ভাইকে দিয়ে পুনঃরায় শুরু করে চোরাচালান, ৩/৪ মাস পর সেও বগুড়ায় ধরা পড়ে ৬শ গ্রাম হেরোইন সহ। এর পর রুবেল, ফুলারী মাসুদ সহ আরো অনেককে টাকার বিনিময়ে মাদক পাচারকারী হিসাবে ব্যবহার করে সে। তারই এক সময়কার ঘনিষ্ট মাদক পাচারকারী রুবেল আমাদেরকে জানায় যে তার রাতারাতি কোটিপতি হওয়ার পিছনে মূল কারণ হচ্ছে যে, জুয়েল একজন ভাল মাপের হেরোইন কারিগর। সে নিজেই পার্শ্ববর্তী দেশ ভারতের লালগোলা থেকে হেরোইন তৈরীর কেমিক্যাল ও সরঞ্জামাদি চোরাকারবারিদের মাধ্যমে নিয়ে এসে অনায়াসে বাড়ীতে বসেই এ হেরোইন তৈরী করতে পারে। এতে তার বাড়ীতে মোট ৫/৬ জন লোক নিয়োগ দেয়া আছে এতে করে প্রতি রাতে সে ৪/৫ কেজি করে প্রাণ নাশক হেরোইন তৈরীতে সক্ষম বলে জানা গেছে এবং তার তৈরীকৃত হেরোইন চলে যায় এলাকার চোরাকারবারীরা সহ ঢাকা, ময়মনসিংহ, সিরাজগঞ্জ, নাটোর, পাবনা, বগুড়া, রংপুর সহ দেশের বিভিন্ন স্থানে। গোদাগাড়ীতে শীর্ষ স্থানীয় হেরোইন ব্যবসায়ীদের মধ্যে জুয়েল হচ্ছে অন্যতম। তারই একজন আত্মীয় মতি। যে তার মাদক নিয়ে সিরাজগঞ্জে যাওয়ার পথে র্যাবের হাতে ধরা পড়ে। সেই থেকেই মতির স্ত্রী সন্তানাদী নিয়ে মানবেতন জীবন যাপন করছে। এ বিষয়ে কথা বলতে তার এলাকায় গেলে সাধারণ মানুষ আমাদেরকে জানায় এই জুয়েল যখন এলাকায় মাছের আড়তে দিন মজুরের কাজ করতঃ তখন সবাই তাকে ভাল বলে জানত। মাদক ব্যবসায় জড়িত হওয়ার পরথেকে রাতারাতি কোটি পতি হওয়ায় তার বাড়ীতে যাতায়াত বাড়ে এলাকার বিভিন্ন রকম মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী ও ছিনতাইকারীদের। এদের মত মাদক ব্যবসায়ীদের কারণে গোদাগাড়ী চিহ্ণিত হচ্ছে মাদকের এলাকা নামে। তারা আরো জানায় এলাকার সাধারণ মানুষ যখন বাইরে কোথাও চাকুরী কিংবা ব্যবসার উদ্যেশে গোদাগাড়ী হতে বাস যোগে রওনা করে প্রশাসনের চেক পোস্টে গোদাগাড়ী বললে তাদের হয়রানী শিকার হতে হয় বলে অভিযোগ রয়েছে। এলাকার সাধারণ মানুষ ও সচেতন মহল জানায় যে, গোদাগাড়ীতে মাদকের ছড়াছড়িতে বাইরে নিজ এলাকার নাম ‘‘গোদাগাড়ী” বলতে ইতস্তত বোধ করতে হয়।
গোদাগাড়ীতে হেরোইন, ইয়াবা ও ফেন্সিডিল ব্যবসায়ীদের নিয়ে স্থানীয় সহ জাতীয় দৈনিকে গুরুত্ব সহকারে লেখালেখি হলেও প্রশাসনের পক্ষ থেকে বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা ব্যতিত সে রকম কোন পদক্ষেপ নিতে দেখা যায়নি। কারণ হিসেবে সাধারণ মানুষ বলে আমরা দিনে রাতে মাদক সম্রাট নামে পরিচিতদের দেখি থানার ভিতরে ও বাইরে বলিষ্টভাবে সময় কাটাতে। তার পরেও গোদাগাড়ীকে মাদক মুক্ত করতে ও এলাকাকে কলংক মুক্ত করতে প্রশাসনের শক্ত ভূমিকা চায় ভুক্তভোগী এলাকাবাসী।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান