ঢাকা: ঢাকায় সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে বিএনপি সমর্থক একজন কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র ও পে অর্ডার ছিনিয়ে নিয়েছে আওয়ামী লীগ ক্যাডাররা।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৫৭ নং ওয়ার্ডের বিএনপি সমর্থক ওই কাউন্সিলর প্রার্থী হাজী মনির হোসেন জানান, একই ওয়ার্ডের আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী সাঈদুল মাতবর ও তার ক্যাডাররা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনেই এ ঘটনা ঘটিয়েছে।
জানা যায়, রোববার বিকেল পৌনে ৫ টার দিকে কামরঙ্গিরচর থানা বিএনপির সভাপতি হাজী মনির হোসেনের পক্ষে থানা বিএনপির সিনিয়র সহ সভাপতি খন্দকার আবুল কালাম আযাদ গুলিস্তানের মহানগর নাট্যমঞ্চে মনোনয়নপত্র জমা দিতে গেলে এ ঘটনা ঘটে। এসময় খন্দকার আবুল কালাম আজাদকে সাঈদুল মাতবরের লোকজন মারধর করে।
হাজী মনির হোসেন বলেন, সাঈদুল মতবর ৫৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এবং তিনি ওই ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী। রোববার বিকেলে তিনি তার মনোনয়নপত্র জমা দিয়ে ক্যাডার বাহিনী নিয়ে ওখানেই অবস্থান করছিলেন।
বিকেল পৌনে ৫ টার দিকে আমার পক্ষ থেকে থানা বিএনপির সিনিয়র সহ সভাপতি খন্দকার আবুল কালাম আজাদ মনোনয়নপত্র জমা দিতে গেলে সাইদুল মাতবর নিজে তার ক্যাডারদের নিয়ে মনোনয়নপত্রের ফাইলটি নিয়ে ছিড়ে মাটিতে ফেলে দেয় এবং ত্রিশ হাজার টাকার পে-অর্ডারটা নিয়ে যায়।
এই কারণে আমার মনোনয়নপত্র আর জমা দেওয়া হয়নি।