বাংলার খবর২৪.কম: ২১ আগস্ট গ্রেনেড হামলার স্মৃতিচারণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমার সামনে যখন গ্রেনেড ছোঁড়া হল, তখন মনে হচ্ছিলো যেন কেয়ামত হচ্ছে। একটার পর একটা গ্রেনেড বিস্ফোরিত হচ্ছিলো ভীষণ শব্দ করে। আওয়ামী লীগের নেতা মরহুম হানিফসহ সবাই তখন মানববর্ম তৈরি করে আমাকে রক্ষা করেন।
বৃহস্পতিবার বিকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে ২১ আগস্টের স্মরণ সভায় তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, হামলার পর তৎকালীন সরকার কোন আলামত রক্ষার চেষ্টা করেনি। তারা সব আলামত নষ্ট করে দেয়। এমনকি যারা লাশ ও আহতদের উদ্ধার করতে যায় তাদের উপর পুলিশ লাঠিচার্জ চালায়।
তিনি বলেন, গ্রেনেড হামলায় আহতদের চিকিৎসা বা কোন উদ্যোগ নিতে বিএনপি সরকারকে দেখা যায় নি। এমনকি আহতদের চিকিৎসা দিতে বিএনপিপন্থী চিকিৎসকরা এগিয়ে আসেনি। আমরা আহত এমপিরা হামলার বিষয়ে সংসদে কথা বলতে চাইলে বিএনপি সরকার আমাদের কথা বলতে দেয়নি।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান