ঢাকা : ঢাকা উত্তর-দক্ষিণ ও চট্টগ্রাম সিটি করপোরেশনের সম্ভাব্য প্রার্থীরা ৭ এপ্রিলের আগে প্রচারণা চালালে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
রোববার রাতে ইসির জনসংযোগ পরিচালক এসএম আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান- নির্বাচনী আচরণ বিধিমালা অনুযায়ী, কোন প্রর্থী ভোট গ্রহণের জন্য নির্ধারিত দিনের পূর্ববর্তী ২১ দিনের আগে কোনো ধরনের প্রচারণা চালাতে পারবে না। তবে প্রার্থীরা ৮ তারিখ থেকে সীমিত আকারে প্রচারণা চালাতে পারবেন। ১০ তারিখ প্রতীক বরাদ্দ হলে চূড়ান্তভাবে প্রচারণা চালাতে পারবে প্রার্থীরা। তবে ভোটগ্রহণের ৩২ ঘণ্টা আগে প্রচারণা বন্ধ করতে হবে।
তিনি আরো জানান, কেউ নির্বাচনী আচরণ বিধিমালা অনুসরণ না করে প্রচারণা চালালে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য- সিটি করপোরেশন (নির্বাচন আচরণ) বিধিমালা-২০১০ এর অনুচ্ছেদ ৪ -এ নির্বাচনী প্রচারণা সময় প্রসঙ্গে বলা হয়েছে, কোনো প্রার্থী বা তার পক্ষ থেকে অন্য কোনো ব্যক্তি ভোটগ্রহণের জন্য নির্ধারিত তারিখের ২১ দিন পূর্বে কোনো প্রকার নির্বাচনী প্রচারণা শুরু করতে পারবে না।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান