ডেস্ক : বিশ্বকাপের সহ আয়োজক নিউজিল্যান্ডকে কাঁদিয়ে পঞ্চম বারের মতো বিশ্বকাপ শিরোপা জিতলো অস্ট্রেলিয়া। এরই মাধ্যমে আগামী চার বছরের জন্য ক্রিকেট বিশ্বের রাজা হয়ে গেল অসি দল।
মেলবোর্ন ফাইনালে কিউইদের হারাতে অসিদের খুব বেশি একটা বেগ পেতে হয়নি। মাত্র ৩ উইকেট হারিয়ে জয় পায় তারা।
রোববার মেলবোর্নে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। ব্যাটিংয়ে নেমে অস্ট্রেলিয়ার পেস ও স্পিনে বোলিংয়ের সামনে দিশেহারা অভিজ্ঞ নিউল্যিন্ডের ব্যাটিং লাইন আপ। অসিদের বোলিং তোপে পড়ে মাত্র ৪৫ ওভারে ১৮৩ রানেই গুটিয়ে যায় নিউজিল্যান্ড। কিউইদের দলের হয়ে সর্বোচ্চ ৮৩ রান করেন গ্র্যান্ট এলিয়ট। এছাড়া রস টেইলর ৪০ রান করেছেন।
অস্ট্রেলিয়ার পক্ষে তিনটি করে উইকেট দখল করে নেন জনসন, ফকনার। এ ছাড়াও দুইটি উইকেট পায় মিচেল স্টার্ক ।
জবাবে ব্যাট করতে নেমে ১৬.৫ ওভার ও ৭ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় অসিরা। অস্ট্রেলিয়ার পক্ষে সর্বোচ্চ ৭৪ রান করেন অধিনায়ক ক্লার্ক । এ ছাড়াও স্মিথ ৪৫, ওয়ার্নার ৫১ রান করেছেন।
নিউজিল্যান্ডের হয়ে ২ টি উইকেট দখল করেন হেনরি। এছাড়া অন্য বোলাররা তেমন সফলতা দেখাতে পারেননি।
এর মাধ্যমে নিউজিল্যান্ডের বিশ্বকাপের ট্রফি জয়ের স্বপ্ন স্বপ্নই থেকে গেল।
সংক্ষিপ্ত স্কোর
নিউজিল্যান্ড : ১৮৩/১০, ওভার ৪৫ (ইলিয়ট ৮৩, টেইলর ৪০; জনসন ৩/৩০, ফকনার ৩/৩৬, স্টার্ক ২/২০)
অস্ট্রেলিয়া : ১৮৬/৩, ওভার ৩৩.১ (ক্লার্ক ৭৪, স্মিথ* ৫৬, ওয়ার্নার ৪৫; হেনরি ২/৪৬, বোল্ট ১/৪০)
ফল : ৭ উইকেটের জয়ে অস্ট্রেলিয়া বিশ্বচ্যাম্পিয়ন
ম্যান অব দ্য ম্যাচ : জেমস ফকনার (অস্ট্রেলিয়া)
ম্যান অব দ্য টুর্নামেন্ট : মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া)