ঢাকা : ঢাকা উত্তর ও দক্ষিণের সিটি নির্বাচনের পদে মেয়র প্রার্থীর মনোনয়নপত্র নিয়েছেন মোট ৫৯ জন। কিন্তু এর মধ্যে রোববার মেয়র পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন ৪৭ জন।
এদের মধ্যে উত্তরে মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ২১ জন। আর দক্ষিণে মনোনয়নপত্র জমা দিয়েছেন ২৬ জন।
এদিকে চট্টগ্রাম থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন ১৩ জন।
রোববার ইসির সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন সাবেক সংসদ সদস্য সারাহ বেগম কবরী।
রোববার বিকেলে ঢাকা উত্তর সিটি করপোরেশনের রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন তারা।
ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে নির্বাচনে অংশ নেওয়ার জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন ববি হাজ্জাজ।
রোববার বেলা সাড়ে ১১টায় ঢাকার আগাঁরগাওয়ে অবস্থিত ঢাকা উত্তরের অস্থায়ী রিটার্নিং অফিসারের কার্যালয়ে মানোনয়নপত্র জমা দেন তিনি।
এছাড়া উত্তর থেকে আরো মনোনয়পত্র জমা দিয়েছেন- আব্দুল্লাহ আল ক্বাফি, শেখ ফজলে বারী মাসউদ, আনিছুজ্জামান খোকা, জামাল ভূঞা, নাঈদ হাসান, এখলাস উদ্দিন মোল্লা, হাজী শহীদুল্লাহ, এ ওয়াই এম কামরুল ইসলাম, আব্দুল আওয়াল মিন্টু, নাদের চৌধুরী, জুনায়েদ আহমেদ সাকী, মোয়াজ্জেম হোসেন খান ইরাদ, মো. সিদ্দিকী, মোস্তফা কামাল আজাদ, কাজী মো. শহীদুল্লাহ, মাহী বরুদ্দোজ্জা চৌধুরী, শামছু আলম চৌধুরী, তাবিদ আওয়াল
সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী উত্তরে আনিসুল হক ও দক্ষিণে সাঈদ খোকন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
আগারগাঁওয়ে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটে অবস্থিত উত্তর সিটি করপোরেশনের অস্থায়ী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে রোববার বিকেল ৩টায় মানোনয়নপত্র দাখিল করেন আনিসুল হক।
এদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক আব্দুস সালাম এবং সহ-সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন আহমেদ পিন্টু।
একই দিন বিকেলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের রিটার্নিং অফিসারের কার্যালয়ে সালামের পক্ষে তার স্ত্রী ফাতেমা সালাম এবং পিন্টুর পক্ষে তার স্ত্রী নাসিমা আক্তার কল্পনা মনোনয়নপত্র জমা দেন।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নগর বিএনপির আহবায়ক মির্জা আব্বাস, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন।
রোববার বিকেল ৪ টার দিকে দক্ষিণ সিটি করপোরেশনের রিটার্নিং অফিসারের কার্যালয়ে মির্জা আব্বাসের পক্ষে তার আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শাহজাহান এবং আসাদুজ্জামান রিপন নিজে মনোনয়নপত্র দাখিল করেছেন।
উল্লেখ্য, রোববার মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ছিল।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান