ঢাকা দক্ষিণে মেয়র পদের নির্বাচনে জন্য মনোনয়নপত্র জমা দিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মহানগর বিএনপির আহবায়ক মির্জা আব্বাস, বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক আব্দুস সালাম, আবুল বাশার ও নাসির উদ্দিন পিন্টু। বিকাল চারটার দিতে মির্জা মহানগর নাট্যমঞ্চে রিটানিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দেন মির্জা আব্বাসের আইনজীবি এ্যাড: মোহাম্মদ শাজাহান।
নাসির উদ্দিন পিন্টুর পক্ষে তার স্ত্রী দুপুরে মনোনয়নপত্র জমা দেন। বিকেল সোয়া ৩টায় আব্দুস সালামের পক্ষে স্ত্রী ফাতেমা সালাম মনোনয়নপত্র জমা দেন।
বিকেল সাড়ে চারটায় আরেক প্রার্থী আসাদুজ্জামান রিপন মনোনয়নপত্র জমা দেন।
ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ও নগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল আউয়াল মিন্টু।
রোববার দুপুর আড়াইটার দিকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের রির্টানিং অফিসারের কার্যালয়ে আব্দুল আউয়াল মিন্টুর ছেলে তাফসীর আউয়াল মনোনয়ন পত্র জমা দেন।
এসময় তিনি সাংবাদিকদের জানান, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার দায়িত্ব ইসির। নির্বাচন কমিশনের উচিত নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি করা।
তিনি বলেন, কেউ আদালতে মামলার পেছনে দৌড়াচ্ছে আর কেউ নির্বাচনী প্রচারনা চালাচ্ছে এটা হতে পারে না। সবার জন্য সমান সুযোগ থাকা উচিত।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান