
ঢাকা: বাউন্সারের আঘাতে অকাল মৃত্যু না ঘটলে হয়তো মেলবোর্নের পোডিয়ামে উপস্থিত থাকতেন ফিলিপ হিউজেস। কিন্তু নিয়তির কী নির্মম পরিহাস! গত ডিসেম্বরে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে শেফিল্ডি শিল্ডের ম্যাচ খেলতে গিয়ে পেসার শন অ্যাবটের বাউন্সারের আঘাতে মৃত্যু বরণ করেন তিনি। এ ঘটনায় পুরো ক্রিকেট বিশ্ব শোকে মুহ্যমান হয়ে পড়ে। সবচেয়ে বেশি ভেঙে পড়েছিলেন অসি অধিনায়ক মাইকেল ক্লার্ক।
মেলবোর্নে আজ নিউজিল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে পঞ্চমবারেরমত বিশ্বকাপ জয়ের পরও সেই সতীর্থ ফিল হিউজকে কোনভাবে ভুলতে পারেননি মাইকেল ক্লার্ক। বিশ্বকাপ জয়কে তিনি উৎসর্গ করলেন অকাল প্রয়াত হিউজের উদ্দেশ্যেই।
মাইকেল ক্লার্ক শুধু সতীর্থই নয় ফিলিপ হিউজকে দেখতেন ছোট ভাইয়ের মত। পঞ্চমবারেরমত বিশ্বকাপের শিরোপা অস্ট্রেলিয়াকে উপহার দেওয়ার পর সংবাদ সম্মেলনে ক্লার্ক বলেন, ‘পুরো দলের জন্য কতটা কঠিন ছিল গত কয়েকটি মাস, তা কল্পনাও করা যাবে না। দলের সবাই মনে করতো, আমরা ১৫জন নই, দলটা হচ্ছে ১৬ জনের। আমাদের সঙ্গে সব সময়ই থাকতেন ফিল হিউজ। আজ রাতে আমরা এই শিরোপাটা আমাদের ছোটভাই ফিল হিউজকেই উৎসর্গ করতে চাই।’
শুধু শিরোপা উৎসর্গই নয়, হিউজের স্মরণে বিশ্বকাপ জয়ের উদযাপনে আনা হচ্ছে কাট-ছাট। ক্লার্ক জানালেন, ‘ছোট ভাইয়ের সম্মানে আমরা শিরোপা উদযাপনের জন্য শুধুমাত্র এক গ্লাস করে পানীয় পান করবো। এর চেয়ে আর বেশি কিছু করার ইচ্ছে কারও নেই।’