ঢাকা: যৌথ আরব সেনাবাহিনী গঠন করতে যাচ্ছে আরব লীগভুক্ত দেশগুলো। সম্প্রতি ইয়েমেনে হুতিদের উথান এবং লিবিয়া, সিরিয়া এবং ইরাকে চরমপন্থি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে আরব দেশগুলির সংঘর্ষের পরিপ্রেক্ষিতে আরব দেশগুলোর নেতারা এই আঞ্চলিক সেনাবাহিনী গঠনের উদ্যোগ নিলেন। মিশরের শার্ম আল শেখে চলা আরব লীগের রাষ্ট্রপ্রধানদের বৈঠকে রবিবার এ বাহিনী গঠনের সিদ্ধান্ত নেয়া হয়।
এর আগে যৌথ বাহিনী গঠনের বিষয়টি আলোচনায় এলেও কখনও এর প্রয়োজনীয়তা অনুভব করা হয়নি।
মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল সিসি বলেন, ‘আরব নেতারা একটি যৌথ সেনাবাহিনী গঠনের বিষয়ে নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছেন।’
তবে কবে এবং কিভাবে এর গঠন প্রক্রিয়া শুরু হবে এ ব্যাপারে কিছুই জানানো হয়নি। বিশ্লেষকদের ধারণা সেনা সংগ্রহ ও গঠনের বিষয়টি শুরু করতে এক মাস লাগবে।
বলা হচ্ছে্, এই স্বেচ্ছাসেবক বাহিনী গঠন করতে সদস্য দেশগুলির সেনা প্রতিনিধিদের সঙ্গে কাজ করবে আরব লীগ। পর্যালোচকদের মতে প্রায় ২২টি দেশ এই প্রস্তাবিত বাহিনীতে যোগ দেবে।
বার্তা সংস্থা এপিকে মিশরের কর্মকর্তারা জানিয়েছেন, এই বিশেষ বাহিনীতে ৪০ হাজার সেনা থাকবে। তাদেরকে যুদ্ধবিমান, যুদ্ধ জাহাজ ও হালকা অস্ত্র দিয়ে সজ্জিত করা হবে।