ঢাকা : সালাহ উদ্দিন, ইলিয়াস আলীসহ বিএনপির প্রায় ১৫০ নেতাকর্মীকে বর্তমান সরকার গুম করেছে। বিশ্বব্যপী এই ইতিহাস সৃষ্টির জন্য বর্তমান সরকারকে নোবেল প্রাইজ দেওয়া উচিৎ বলে মন্তব্য করেছেনে বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন।
রোববার বিকেলে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল।
প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে শাহ মোয়াজ্জেম হোসেন বলেন, ‘আপনি বিশ্বব্যপী রাজনীতিতে গুমের ইতিহাস তৈরি করেছেন। যা ইতিপূর্বে আমরা আর দেখিনি, এই গুমের ইতিহাসের জন্য আপনাকে একটি নোবেল পুরস্কার দেওয়া যায়।’
‘প্রধানমন্ত্রীকে হুঁশ করে কথা বলার’ আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আপনি বলেছেন বেগম জিয়া সালাহ উদ্দিনকে বস্তার মধ্যে করে ফেলে দিয়েছে। আপনি কি দেখেছেন, দেখে থাকলে আপনি কেন মামলা করেননি। এই দেখার সাক্ষী আপনাকে দিতেই হবে।’
তিনি আরো বলেন, ‘আপনি সোহরাওয়ার্দী জনসভায় বলেছেন, দেশের সকল মানুষ আপনার পক্ষে। কতো মানুষ আপনার জনসভায় গিয়েছে। আপনি কি করে বুঝলেন, সকল মানুষ আপনার পক্ষে? আপনি কি খালেদা জিয়াকে সমাবেশ করতে দিয়েছিলেন? আপনার প্রতি চ্যালেঞ্জ রইলো, পারলে খালেদাকে একটা সমাবেশ করতে দিন, তারপর এসব বলুন।’
শাহ মোয়াজ্জেম বলেন, আমি প্রাক্তন আওয়ামী লীগার, আমি জানি কিভাবে জনসভায় এই মানুষকে একত্রিত করেন? পুড়নো বাসে পেট্রলবোমা কারা মারে তাও আমি জানি। তাই প্রধানমন্ত্রীকে প্রধানমন্ত্রীর মতোই কথা বলার জন্য অনুরোধ করেন তিনি।
বীনা ভোটে নির্বাচিত বর্তমান সরকারের মন্ত্রীদের সমালোচনা করে তিনি আরও বলেন, ‘চীনপন্থী কমিউনিস্ট, ভারতপন্থী কনভার্টেড আওয়ামী লীগারদের শেখ হাসিনা মন্ত্রী বানিয়েছেন। ইনু, মেনন, মতিয়ারাই শেখ মুজিবকে হত্যার পরিকল্পনা করেছিল। সাবাশ শেখ হাসিনা সাবাশ।’
মন্ত্রী পরিষদের সমালোচনায় বিএনপির এই নেতা আরও বলেন, ‘কি এক রাবিশ ডিপার্টমেন্টের খবিশ মন্ত্রী আছেন, তিনি কথায় কথায় রাবিশ, বলেন। সেই মুহিত সাহেবের কি হয়েছে জানিনা, জমিদারের নাতি বলেন, বলেন সাড়ে চারহাজার কোটি টাকা কোন টাকা না। মুক্তিযুদ্ধ মন্ত্রী বলেন, মানুষ মারা নাকি ভালো। রেলমন্ত্রী বলেন, পায়ে ঠেকিয়ে গুলি করার জন্য। এসব নামকাওয়াস্তে ভোটবিহীন মন্ত্রীদের কথার কোন ঠিক নেই।’
প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি আরও বলেন, ‘আপনি ক্ষমতায় না থাকলে একটি রাষ্ট্রের ট্রানজিট, গ্যাস, তালপট্টিসহ কোন কার্যসিদ্ধি হবে না। বেগম জিয়ার সাথে সেই দেশের কোনো আপস চলবে না, তাই আপনি প্রধানমন্ত্রী।’
আলোচনা সভায় অংশ নিয়ে সম্মিলিত পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক রুহুল আমীন গাজী বলেন, কেউ যদি বলে এই সরকার আইয়ুব খান, ইয়াইয়া খান, টিক্কা খানের আমলের সরকারের চেয়েও খারাপ তাহলে ভুল বলা হবে না। এই সরকার সকল আমলের সরকারের চেয়েও খারাপ ।
রুহুল আমীন গাজী বলেন, ‘বাংলাদেশের গণতন্ত্র পেতে অনেক সংগ্রাম করতে হয়েছিলো। কিন্তু এই সরকারের কারণে সেই কষ্টে অর্জিত গণতন্ত্র আজ নির্বাসিত। নির্বাসিত গণতন্ত্র ফিরে পেতে সবাইকে আন্দোলন করতে হবে’।
সিটি নির্বাচন নিয়ে তিনি বলেন, ‘সরকার সিটি নির্বাচনের টোপ ফেলেছে। বিএনপি একটি গণতান্ত্রিক দল। কোন নির্বাচনে ভয় পায়না। তাই এই নির্বাচনেও অংশগ্রহণ করবে।’
নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না সম্পর্কে সরকারকে প্রশ্ন রেখে তিনি বলেন, ‘মান্নার অপরাধ কি? একজন মানুষ হিসেবে টেলিফোনে কথা বলা কি অপরাধ? কিন্তু যারা কথাগুলো রেকর্ড করেছে সেটা অপরাধ না’?
৫ জানুয়ারির নির্বাচনকে ভোটারবিহীন নির্বাচন উল্লেখ করে তিনি বলেন, ‘গত ৫ জানুয়ারি নির্বাচনে মানুষ ভোট দিতে যায়নি। নির্বাচনের পর দিন কোনো পত্রিকা লিখে নাই নির্বাচন ভালো হয়েছে। জনগণকে তারা ভোটাধিকার থেকে বঞ্চিত করেছে। জনগণের এই ভোটাধিকার ফিরিয়ে আনতে আন্দোলন থেকে বিএনপি সরে আসতে পারবে না।’
আয়োজক সংগঠনের সভানেত্রী নুরী আরা সাফার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন- বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ্ মোয়াজ্জেম হোসেন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- মহিলা দলের ভাইস চেয়ারম্যান রৌশন আরা ফরিদ, যুগ্ম ভাইস চেয়ারম্যান নুর জাহান মাহবুব, সাধারণ সম্পাদিকা নেওয়াজ হালিমা আইভি, সাবেক সংসদ সদস্য রাসেদা বেগম হিরা প্রমুখ।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান