ডেস্ক : অস্ট্রেলিয়ার পেস ও স্পিনে বোলিংয়ের সামনে দিশেহারা অভিজ্ঞ নিউল্যিান্ডের ব্যাটিং লাইন আপ। আসিদের বোলিং তোপে পড়ে মাত্র ৪৫ ওভারে ১৮৩ রানেই গুটিয়ে গেল নিউজিল্যান্ড। মেলবোর্ন বিশ্বকাপে চ্যাম্পিয়ন হতে হলে অস্ট্রেলিয়াকে ১৮৪ রান করতে হবে।
অস্ট্রেলিয়ার পক্ষে তিনটি করে উইকেট দখল করে নেন জনসন,জেসম ফকনার। এ ছাড়াও দুইটি উইকেট পায় মিচেল স্টার্ক । নিউজিল্যান্ডর দলের হয়ে সর্বোচ্চ ৮৩ রান করেন গ্র্যান্ট এলিয়ট। এছাড়া রস টেইলর ৪০ রান করেছেন।
এ আসরে অপরাজিত নিউজিল্যান্ড মেলবোর্নে টস জিতে শুরুতেই ৩৯ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে। তবে রস টেইলর ও গ্রান্ট এলিয়টের ব্যাট ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন। চতুর্থ উইকেটে ২২.২ ওভারে ১১১ রানের জুটি গড়েন। টেইলর ৭২ বলে ৪০ রানে ফেরেন। তবে টেইলরের ফেরার পর একটি ঝড় বইয়ে যায় তাদের ওপর দিয়ে। ১৫০ থেকে ১৫১ মাত্র ১ রানের ব্যবধানে তারা হারায় তিনটি উইকেট। কোরি অ্যান্ডারসন ও লুক রনকি ফেরেন কোন রান না করে। তবে শেষ পর্যন্ত ১১ বলে ১১ রানে অপরাজিত থাকেন টিম সাউদি। শুরুতে ৩৯ রানের মধ্যে অধিনায়কব ব্রেন্ডন ম্যাককালাম, উদ্বোধনী ব্যাটসম্যান মার্টিন গাপটিল ও কেইন উইলিয়ামসনকে হারায়। প্রথম ওভারের পঞ্চম বলে স্কোর বোর্ডে মাত্র ১ রান যোগ হতেই মিচেল স্টার্কের বলে সরাসরি বোল্ড হয়ে কোন রান না করে ফেরেন ম্যাককালাম। ফাইনালের আগে চলতি বিশ্বকাপে নিউজিল্যান্ডের উদ্বোধনী জুটির ব্যাটিং গড় ছিল ৫৬.৫ রান। কিন্তু আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে তাদের উদ্বোধনী সবচেয়ে বাজে রূপ দেখলো। ৩৩ রানে গ্লেন ম্যাক্সওয়েলের বলে ব্যক্তিগত ১৫ রানে গাপটিল ফিরলে আরও বিপদে পড়ে তারা।
অস্ট্রেলিয়া এর আগে ছয়বার ফাইনাল খেলে চারবারই শিরোপা জিতেছে। এবার তাদের পঞ্চম শিরোপা জয়ের মিশন। অন্যদিকে নিউজিল্যান্ড প্রথমবারের মতো এবার ফাইনালে উঠেছে।