অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পুঠিয়ায় বাসের ধাক্কায় মোটর সাইকেলের ৩ জন আরোহী নিহত Logo বগুড়ায় মেয়ে থেকে ছেলেতে রূপান্তর এলাকায় চাঞ্চল্য Logo বগুড়া শহরে দিনে-দুপুরে ১০লাখ টাকা ছিনতাই Logo নওগাঁয় রাস্তার পাশ থেকে এক যুবকের মরহেদ উদ্ধার Logo নওগাঁয় প্রিপেইড মিটারে ভোগান্তী স্থাপন বন্ধের দাবীতে মানববন্ধন Logo বেলপুকুরিয়ার বাঁশপুকুরে ওয়াহেদ আলী মেম্বারের উদ্যোগে শীতবস্ত্র (কম্বল) বিতরণ অনুষ্ঠিত Logo বরগুনায় স্বেচ্ছাশ্রমে নির্মাণ করা হয়েছে প্রায় ৩০০ ফুট দৈর্ঘ্য কাঠের পুল। Logo সাজাভোগ শেষে ভারত থেকে দেশে ফিরল ১৫ বাংলাদেশি নারী-শিশু Logo বরগুনার পাথরঘাটায় হার্ডওয়্যার ব্যবসার আড়ালে ইয়াবা বিক্রি Logo বেনাপোল চেকপোস্ট দিয়ে দুই ভারতীয় নাগরিককে স্বদেশে প্রত্যাবাসন

নির্বাচনী ফাঁদ, না ফাঁদের নির্বাচন

(মোহাম্মদ জাহাঙ্গীর আলম প্রধান) : সিটি করপোরেশন নির্বাচন নিয়ে অনেকেই বেশ সক্রিয়। নির্বাচনে বিএনপিকে আনার জন্য চেষ্টা চলছে। ওয়ান-ইলিভেনে বিএনপি সংশ্লিষ্টরা যারপরনাই তৎপর। এক্ষেত্রে বিভিন্ন এজেন্সির সঙ্গে যুক্ত হিসেবে চিহ্নিত ব্যক্তিরা নানাভাবে বিএনপিকে এই নির্বাচনে আনার জন্য জোর তৎপরতা চালাচ্ছেন!

আজকের বাস্তবতায় এটা স্বীকার করতেই হবে যে, বিএনপির লোকজন বর্তমানে ঘরে থাকার অবস্থায় খুব একটা নেই। তারা নানা কারণে দৌড়ের উপর আছে। নির্বাচন করার জন্য যে পরিবেশ দরকার, বিএনপির জন্য সেটা কতটুকু বিরাজ করছে;ভাবার আছে বৈকি। হাতি পালনের আগে যেমন কলাবাগান সৃজন করতে হয়, তেমননি নির্বাচনের আগে কিছু জিনিস প্রয়োজন, সেটা বিএনপির ক্ষেত্রে কতটা আছে; অতি উৎসাহীদের ভাবনায় তা আছে কি? এই প্রশ্ন মাঠের ২০ দলীয় পন্থী লোকজনের।

নির্বাচন যেতে হলে প্রথমে ক্যাম্পেইনার দরকার, প্রার্থীর পক্ষে প্রচারণা চালানোর মতো অভিজ্ঞ লোকবল প্রয়োজন। বেশি প্রয়োজন অনুকূল পরিবেশ। বিশেষ করে সবার জন্য সমান সুযোগের ব্যাপারটা আদৌ নিশ্চিত হয়েছে কি? নির্বাচনী মাঠে অবাধে কাজ করার মতো পরিবেশ আসলেই বিএনপি পাবে কি? সর্বোপরি প্রতিটি কেন্দ্রে এজেন্ট দেওয়ার মতো নেতা-কর্মী-সমর্থক আদতে প্রস্তুত আছে কি? থাকলে এদের দ্বারা আরাধ্য কাজটা সম্পন্ন করার সম্ভাবনা কতটুকু। না, কেবলই ক্ষমতাসীনদের ফাঁদে লীন হওয়া!

৫ জানুয়ারির নির্বাচন যারা করিয়েছিলেন, কথিত ৫ শতাংশকে ৪০ শতাংশ বলেছিলেন; তারা আজও নির্বাচন কমিশনে বহালতবিয়তে। দেশের গণতান্ত্রিক শক্তিসহ পুরো বিশ্ব যে নির্বাচনকে স্বীকৃতি দেয়নি, সে নির্বাচনের কারিগররা এই নির্বাচনের আয়োজনকারী। স্বভাবতঃই সচেতন মানুষের মনে নির্বাচনের অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠছে। চুন খেয়ে গাল পোড়ালে দধি দেখলে ভয় পাওয়ার মতো অবস্থা যাকে বলে আরকি।

স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিয়ে বিএনপি তথা ২০ দলীয় জোটের যারা দায়িত্ব নিয়েছিলেন, তাদের বড় একটা অংশ আজ পগারপার। নানাভাবে তাদের হয়রানি করা হচ্ছে। ছলনার আশ্রয় নিয়ে যেনতেনভাবে তাদের বরখাস্ত করে সেখানে নিজেদের লোক বসাচ্ছেন ক্ষমতাসীনরা। এ অবস্থায় সিটি করপোরেশন নির্বাচনে জিতলেও কতটা দায়িত্ব পালনে সক্ষম হবে সংশ্লিষ্টরা, সে প্রশ্ন থেকেই যায়। নির্বাচনী ডামাঢোলো মাঝখানে চট্টগ্রামের মেয়র দায়িত্ব ছাড়লেন। ফাঁদটা বেশ কাজে দিয়েছে বৈকি।

প্রবীণ রাজনীতিকদের মতে, নির্বাচন কতটা ফলপ্রসূ হবে, ইতিমধ্যে তার আলামত স্পষ্ট হচ্ছে। হাজী সেলিম তার সংসদ সদস্য পদ ত্যাগ করতে গিয়ে ব্যর্থ হন। স্পিকার নাকি তার পদত্যাগপত্র গ্রহণ করেননি। সর্বোপরি নির্বাচনের জন্য অটল থাকার তাকে কারো না কারো বিরাগভাজন হয়ে দেশত্যাগ করতে হয়েছে বলে মনে করা হচ্ছে। এটাকে সুষ্ঠু নির্বাচনে পথে অন্তরায় হিসেবে দেখছেন গণতন্ত্রকামিরা। যদিও প্রচারণা চালানো হচ্ছে তিনি আজমির শরীফে জিয়ারতে গেছেন।

এদিকে ক্ষমতাসীনদের সুরে সুর মিলিয়ে বিএনপিতে ওয়ান-ইলিভেন ও এরশাদের প্রতি সাবেক অনুগতরা বেশ লম্পঝম্প দিচ্ছেন। তারা বলার চেষ্টা করছেন ক্ষমতাসীনরা যে ফাঁদ তৈরি করছেন, সে ফাঁদে তাদের ফেলার জন্যই তারা মাঠে। আর সচেতন জনগোষ্ঠী মনে করছে, সরকারের এজেন্ডাপ্রাপ্ত হয়ে তারা নন্দন-কুদ্দন করছেন। তা না হলে যেখানে খালেদা জিয়ার বাসায় খাবার পর্যন্ত নিতে পারেন না অনেকে, সেখানে চিহ্নিত কিছু লোক কি করে অবাধ যাতায়াতের সুযোগ পান! সচেতন জনগোষ্ঠীর মতে, ডাল মে কুছ কালা হ্যায়।

লেখক : সাধারণ সম্পাদক, ঢাকা সাংবাদিক ইউনিয়ন
ই-মেইল : jalam_prodhan72@yahoo.com

Tag :
জনপ্রিয় সংবাদ

পুঠিয়ায় বাসের ধাক্কায় মোটর সাইকেলের ৩ জন আরোহী নিহত

নির্বাচনী ফাঁদ, না ফাঁদের নির্বাচন

আপডেট টাইম : ০৫:০১:০০ পূর্বাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০১৫

(মোহাম্মদ জাহাঙ্গীর আলম প্রধান) : সিটি করপোরেশন নির্বাচন নিয়ে অনেকেই বেশ সক্রিয়। নির্বাচনে বিএনপিকে আনার জন্য চেষ্টা চলছে। ওয়ান-ইলিভেনে বিএনপি সংশ্লিষ্টরা যারপরনাই তৎপর। এক্ষেত্রে বিভিন্ন এজেন্সির সঙ্গে যুক্ত হিসেবে চিহ্নিত ব্যক্তিরা নানাভাবে বিএনপিকে এই নির্বাচনে আনার জন্য জোর তৎপরতা চালাচ্ছেন!

আজকের বাস্তবতায় এটা স্বীকার করতেই হবে যে, বিএনপির লোকজন বর্তমানে ঘরে থাকার অবস্থায় খুব একটা নেই। তারা নানা কারণে দৌড়ের উপর আছে। নির্বাচন করার জন্য যে পরিবেশ দরকার, বিএনপির জন্য সেটা কতটুকু বিরাজ করছে;ভাবার আছে বৈকি। হাতি পালনের আগে যেমন কলাবাগান সৃজন করতে হয়, তেমননি নির্বাচনের আগে কিছু জিনিস প্রয়োজন, সেটা বিএনপির ক্ষেত্রে কতটা আছে; অতি উৎসাহীদের ভাবনায় তা আছে কি? এই প্রশ্ন মাঠের ২০ দলীয় পন্থী লোকজনের।

নির্বাচন যেতে হলে প্রথমে ক্যাম্পেইনার দরকার, প্রার্থীর পক্ষে প্রচারণা চালানোর মতো অভিজ্ঞ লোকবল প্রয়োজন। বেশি প্রয়োজন অনুকূল পরিবেশ। বিশেষ করে সবার জন্য সমান সুযোগের ব্যাপারটা আদৌ নিশ্চিত হয়েছে কি? নির্বাচনী মাঠে অবাধে কাজ করার মতো পরিবেশ আসলেই বিএনপি পাবে কি? সর্বোপরি প্রতিটি কেন্দ্রে এজেন্ট দেওয়ার মতো নেতা-কর্মী-সমর্থক আদতে প্রস্তুত আছে কি? থাকলে এদের দ্বারা আরাধ্য কাজটা সম্পন্ন করার সম্ভাবনা কতটুকু। না, কেবলই ক্ষমতাসীনদের ফাঁদে লীন হওয়া!

৫ জানুয়ারির নির্বাচন যারা করিয়েছিলেন, কথিত ৫ শতাংশকে ৪০ শতাংশ বলেছিলেন; তারা আজও নির্বাচন কমিশনে বহালতবিয়তে। দেশের গণতান্ত্রিক শক্তিসহ পুরো বিশ্ব যে নির্বাচনকে স্বীকৃতি দেয়নি, সে নির্বাচনের কারিগররা এই নির্বাচনের আয়োজনকারী। স্বভাবতঃই সচেতন মানুষের মনে নির্বাচনের অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠছে। চুন খেয়ে গাল পোড়ালে দধি দেখলে ভয় পাওয়ার মতো অবস্থা যাকে বলে আরকি।

স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিয়ে বিএনপি তথা ২০ দলীয় জোটের যারা দায়িত্ব নিয়েছিলেন, তাদের বড় একটা অংশ আজ পগারপার। নানাভাবে তাদের হয়রানি করা হচ্ছে। ছলনার আশ্রয় নিয়ে যেনতেনভাবে তাদের বরখাস্ত করে সেখানে নিজেদের লোক বসাচ্ছেন ক্ষমতাসীনরা। এ অবস্থায় সিটি করপোরেশন নির্বাচনে জিতলেও কতটা দায়িত্ব পালনে সক্ষম হবে সংশ্লিষ্টরা, সে প্রশ্ন থেকেই যায়। নির্বাচনী ডামাঢোলো মাঝখানে চট্টগ্রামের মেয়র দায়িত্ব ছাড়লেন। ফাঁদটা বেশ কাজে দিয়েছে বৈকি।

প্রবীণ রাজনীতিকদের মতে, নির্বাচন কতটা ফলপ্রসূ হবে, ইতিমধ্যে তার আলামত স্পষ্ট হচ্ছে। হাজী সেলিম তার সংসদ সদস্য পদ ত্যাগ করতে গিয়ে ব্যর্থ হন। স্পিকার নাকি তার পদত্যাগপত্র গ্রহণ করেননি। সর্বোপরি নির্বাচনের জন্য অটল থাকার তাকে কারো না কারো বিরাগভাজন হয়ে দেশত্যাগ করতে হয়েছে বলে মনে করা হচ্ছে। এটাকে সুষ্ঠু নির্বাচনে পথে অন্তরায় হিসেবে দেখছেন গণতন্ত্রকামিরা। যদিও প্রচারণা চালানো হচ্ছে তিনি আজমির শরীফে জিয়ারতে গেছেন।

এদিকে ক্ষমতাসীনদের সুরে সুর মিলিয়ে বিএনপিতে ওয়ান-ইলিভেন ও এরশাদের প্রতি সাবেক অনুগতরা বেশ লম্পঝম্প দিচ্ছেন। তারা বলার চেষ্টা করছেন ক্ষমতাসীনরা যে ফাঁদ তৈরি করছেন, সে ফাঁদে তাদের ফেলার জন্যই তারা মাঠে। আর সচেতন জনগোষ্ঠী মনে করছে, সরকারের এজেন্ডাপ্রাপ্ত হয়ে তারা নন্দন-কুদ্দন করছেন। তা না হলে যেখানে খালেদা জিয়ার বাসায় খাবার পর্যন্ত নিতে পারেন না অনেকে, সেখানে চিহ্নিত কিছু লোক কি করে অবাধ যাতায়াতের সুযোগ পান! সচেতন জনগোষ্ঠীর মতে, ডাল মে কুছ কালা হ্যায়।

লেখক : সাধারণ সম্পাদক, ঢাকা সাংবাদিক ইউনিয়ন
ই-মেইল : jalam_prodhan72@yahoo.com