বগুড়া : বগুড়ার শাজাহানপুরে একটি হ্যাচারিতে বালু সরবরাহকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া গোলাগুলির ঘটনা ঘটেছে। এসময় কয়েকটি ককটেলের বিস্ফোরণ ও দুটি মোটর সাইকেল ভাঙচুর করা হয়। উপজেলার বেতগাড়ি এলাকায় শনিবার দুপুরে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানাগেছে, শাজাহানপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি আলমগীর হোসেন স্বপন বগুড়া-ঢাকা মহাসড়কে শাজাহানপুর উপজেলার বেতগাড়ি এলাকায় নর্দান হ্যাচারীজ নামের একটি প্রতিষ্ঠানে বালু সরবরাহ করছিল। সরকারি শাহসুলতান কলেজে ছাত্রলীগের সভাপতি বিশ্বজিত সাহা সেখানে বালু সরবরাহের ঠিকাদারী নিয়ন্ত্রনের চেষ্টা করলে বিরোধ শুরু হয়। শনিবার দুপুর একটার দিকে বিশ্বজিত গ্রুপের ২৫-৩০ জন নেতাকর্মী নর্দান হ্যাচারীতে গিয়ে ছাত্রলীগ নেতা স্বপন গ্রুপের নেতাকর্মীদের বালু সরবরাহ বন্ধ রাখতে বলে। এনিয়ে দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে ককটেল বিস্ফোরণ ও গোলাগুলির ঘটনা ঘটে। এসময় তারা ২টি মোটর সাইকেল ভাঙচুর করে। ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের সময় এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই তারা পালিয়ে যায়।
শাজাহানপুর থানার ওসি আব্দুল মান্নান জানান, দুই গ্রুপের সংঘর্ষের খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে ছাত্রলীগ নেতাকর্মীদের কাউকে পায়নি। তবে, বালু সরবরাহকে কেন্দ্র করেই ছাত্রলীগের দুই গ্রুপের দ্বন্ধ হয়েছে বলে তিনি নিশ্চিত করেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান