ঢাকা: সালাহ উদ্দিন সম্পর্কে পুলিশ অবশ্যই জানে। তার নিখোঁজের বিষয়টি অত্যন্ত দুঃখজনক ও কলঙ্কজনক বলে মন্তব্য করেছেন বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার রফিক উল হক।
সালাহ উদ্দিনের নিখোঁজের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ‘দেশের যে কোনো নাগরিকের এ ধরনের অবস্থা হতে পারে। এ জন্য সাধারণ নাগরিক এভাবে ভ্যানিস হয়ে যাবে তা মেনে নেওয়া যায় না।’
শনিবার বিকেল পৌনে ৪টার দিকে নিখোঁজ সালাহ উদ্দিন আহম্মেদের গুলশানের বাসায় তার স্ত্রী হাসিনা আহম্মেদের সাথে দেখা করতে গিয়ে উপস্থিত সাংবাদিকদের এসব কথা বলেন।
ব্যারিস্টার রফিক উল হক আরো বলেন, ‘সালাহ উদ্দিন আহমেদ সম্পর্কে পুলিশ তো অবশ্যই জানে। কিন্তু কিছুই বলছে না। আশা করি, তিনি ভাল আছেন। বেঁচে আছেন। হয়ত কোথাও আটক রাখা হয়েছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান