বাংলার খবর২৪.কম : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) হলের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দুগ্রুপের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে বিশ্ববিদ্যালয়ের মওলানা ভাসানী হলে ছাত্রলীগের দুগ্রুপের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
জানা যায়, ভোরে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির ও মওলানা ভাসানী হল শাখার সভাপতি শাকিল গ্রুপের নেতাকর্মীদের ওপর হামলা চালায় হল শাখার সাধারণ সম্পাদক অনিন্দ বাড়ৈ গ্রুপের নেতাকর্মীরা। এতে দুগ্রুপের সংঘর্ষ বাধে।
সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে গুরুতর ৫ জনকে সাভার এনাম মেডিকেলে ভর্তি করা হয়।
আহতরা হলেন- সরকার ও রাজনীতি বিভাগের মাস্টার্সের শাকিল, পাবলিক হেলথের তৃতীয় বর্ষের জহির, সরকার ও রাজনীতি বিভাগের তৃতীয় বষের্র মারুফ, একই বিভাগ ও বর্ষের রোকন ও আরিফ, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শাকিল, ইংরেজি চতুর্থ বর্ষের সবুজ।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান