নিউইয়র্ক : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ স্বাধীন না করলে একটা পাসপোর্টের জন্য সব বাঙালিকেই করাচিতে যেতে হত। পাকিস্তানিদের অধীনে থাকলে বাঙালিদেরকে তাঁরা মানুষ হিসেবে গণ্যই করতো না। তখন তাদের সেই পৈশাচিক আচরণ ও ভয়ানক রুপ হাড়ে হাড়ে টের পেতাম আমরা।
ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বোস্টনের উপশহর ক্যামব্রিজের একটি কমিউনিটি রুমে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
নিউ ইংল্যান্ড আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফারিদা আরভীর সভাপতিত্বে ও পরিচালনায় অনুষ্ঠিত মহান স্বাধীনতা দিবসের এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কানাডার টরেন্টো প্রবাসী বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, গবেষক ও জামাতমুক্ত গ্রাম প্রতিষ্ঠার কর্ণধার হাসান মাহমুদ এবং বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও ময়মনসিংহ ক্যাডেট কলেজের সাবেক অধ্যক্ষ আহমেদ হাসান।
হাসান মাহমুদ তাঁর বক্তব্যে বলেন, বাংলাদেশসহ বিশ্বের সকল মুসলিম দেশগুলোর সমাজ ব্যবস্থায় শরিয়া আইন প্রয়োগের ফলে সাধারণ মানুষকে শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হচ্ছে। এই সমাজের জন্য বড়ই ক্ষতিকর। বাংলাদেশও এই শরিয়া আইনের পরিপন্থিরা মাথা চাড়া দিয়ে উঠছে। শরিয়া আইন সম্পর্কে মানুষকে আরো সচেতন হতে হবে। তা না হলে আমাদের বর্তমান সমাজ ব্যবস্থার মারাত্মক ক্ষতি হয়ে যাবে।
হাসান মাহমুদ দীর্ঘদিন ধরে শরিয়া আইন নিয়ে গবেষণা করছেন। তাঁর গবেষণা থেকে এবং মানুষকে সচেতন করে তোলার জন্য অতি সম্প্রতি তিনি তিনটি ডকুমেন্টারি তৈরি করেছেন। এর নাম দিয়েছেন ‘ডিভাইন ষ্টোন বা নারী’। পাকিস্তানিদের কবল থেকে আমরা যেমন মুক্তি পেয়েছি ঠিক তেমনিভাবেই শরিয়া আইনের কবল থেকেও মুক্তি পেতে হবে। ইতিপূর্বে তিনি তাঁর নিজ এলাকায় বেশ কয়েকটি গ্রামকে ‘জামাতমুক্ত’ গ্রাম প্রতিষ্ঠা করেছেন। ওইসব গ্রামে কোনো জামায়াত বা জামায়াতপন্থী কোনো মানুষ বাস করেন না।
অধ্যক্ষ আহমেদ হাসান বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন সময়ে নানা ইতিহাস তুলে ধরে বলেন, বাংলাদেশের মানুষের সুখী, সুন্দর জীবনযাত্রার কথা চিন্তা করেই বন্ধবন্ধু বাংলাদেশের স্বাধীনতার ডাক দিয়েছিলেন এবং দেশকে স্বাধীন করেছেন। তিনি নিজের জন্য প্রধানমন্ত্রীত্ব পদ ছেড়ে দিয়ে দেশের স্বাধীনতার প্রয়োজনে জীবন উৎসর্গ করেছিলেন। তাঁরই ফসল আজ আমরা ভোগ করতে পারছি।
তিনি আরো বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ স্বাধীন না করলে একটা পাসপোর্টের জন্য সব বাঙালিকেই করাচিতে যেতে হতো। পাকিস্তানিদের অধীনে থাকলে বাঙালিদেরকে তাঁরা মানুষ হিসেবে গণ্যই করতো না। তখন তাদের সেই পৈশাচিক আচরণ ও ভয়ানক রূপ হাড়ে হাড়ে টের পেতাম। সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফারিদা আরভী, স্থানীয় আওয়ামী লীগ নেতা আবুল মনসুর, রেজবুল হক চৌধুরী মান্না, ঘাতক দালাল নির্মুল কমিটির সা.সম্পাদক নাঈম চৌধুরী পিন্টু, প্রকৌশলী মহিউদ্দিন খান ও শিরিন আক্তার ইভা প্রমুখ।