চট্টগ্রাম: চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে ২০ দলীয় জোটের প্রার্থী নিয়ে বিএনপির বাইরে এবার ২০ দলেও কোন্দল শুরু হয়েছে। মনজুর আলমকে শুধু বিএনপির প্রার্থী দাবি করে এবার মনোনয়ন পত্র নিয়েছেন ২০দলীয় জোটের অন্যতম শরিক দল কল্যাণ পার্টির মহানগর সভাপতি মো. ইলিয়াছ।
শনিবার দুপুরে দলের নেতাদের উপস্থিতিতে সহকারি রিটার্নিং অফিসার শাহাদাত হোসেনের হাত থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করেন তিনি।
মনোনয়ন পত্র সংগ্রহ শেষে উপস্থিত সাংবাদিকদের তিনি বলেন, ‘বিএনপি সমর্থিত চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের মেয়র প্রার্থী মনজুর আলম। তিনি ২০ দলীয় জোট সমর্থিত প্রার্থী নন। বিএনপি ছাড়া জোটের অন্যান্য দলগুলোর সমর্থন পেয়ে আমি মনোনয়ন পত্র সংগ্রহ করেছি।’
কল্যাণ পার্টির মহানগর সভাপতি মো. ইলিয়াছ আরো বলেন, ‘মনজুর আলমকে মেয়র পদে সমর্থন দেয়ার ক্ষেত্রে ২০দলীয় জোটের অন্য শরীক দলগুলোর মতামত নেয়া হয়নি। বিএনপির এভাবে একলা চলো নীতিতে ক্ষুব্ধ হয়ে জোটভুক্ত অন্য দলগুলো চসিক নির্বাচনে আমাকে সমর্থন দিয়েছে।’
২০ দলীয় জোটের ছোট শরিক দলের নেতাদের অভিযোগ- ১৯ দলীয় জোটে তারা নানাভাবে অবহেলার শিকার হয়েছেন। সভা-সমাবেশে তাদের বক্তৃতার সুযোগ হয় না। কর্মসূচি ও সিদ্ধান্ত নির্ধারণে তাদের মতামত নেয়া হয় না। এ কারণে অনেকটা ক্ষুব্ধ হয়েই কল্যাণ পার্টির মহানগর সভাপতি মো: ইলিয়াছকে তারা প্রার্থী দিচ্ছেন।
এদিকে বিষয়টি নিয়ে ২০দলীয় জোটে তোলপাড় শুরু হয়েছে। সার্বিক পরিস্থিতিতে করণীয় নির্ধারণে ২০দলীয় জোটের চট্টগ্রাম মহানগর আহ্বায়ক আমীর খসরু মাহমুদ চৌধুরীর বাসায় শনিবার বিকেল ৪টায় বৈঠক আহ্বান করা হয়েছে।
এর আগে গত বুধবার সন্ধ্যায় নগরীর জিইসি কনভেনশন সেন্টারে ‘বিএনপি সমর্থিত বুদ্ধিজীবীদের প্লাটফর্ম চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের পক্ষ থেকে মনজুর আলমকে মেয়র পদে সমর্থন দেয়া হয়। এরপর গত বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে চসিক নির্বাচনে মেয়র পদে মনজুর আলমকে সমর্থন দেয় বিএনপি।
গত শুক্রবার বিএনপির কেন্দ্রীয় সহ-সভাপতি আবদুল্লাহ আল নোমানকে সাথে নিয়ে মনোনয়ন পত্র সংগ্রহ করেন মনজুর আলম।